বাংলাহান্ট ডেস্কঃ সকাল ৭ টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটদান পর্ব। টান টান উত্তেজনা নিয়ে শুরু হয়েছে কলকাতা পুরভোটের সকালটা। ভোট হচ্ছে ১৬ টি বরোর মোট ১৪৪ টি ওয়ার্ডে। মোট বুথ সংখ্যা রয়েছে ৪ হাজার ৯৫৯ টি। তবে রবিবার হওয়ায় সকাল থেকে সেভাবে ভিড় দেখা যাচ্ছে না বুথগুলোতে।
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলকাতা পুরভোটে সমস্ত বুথে সিসিটিভির ব্যবস্থাও করা হয়েছে। রয়েছে সশস্ত্র বাহিনীও। নির্বাচনের পূর্বে জোরকদমে প্রচার চালিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। তবে ২০১৫ সালের পুরভোটের থেকেও এবারে বেশি ফল লাভ করবে বলে আশাবাদী তৃণমূল শিবির।
তবে এরই মধ্যে সাত সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে দেখা গেল এক চমকদার দৃশ্য। কলকাতার ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিত্র ইন্সস্টিটিউশন একাধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ বলেই পরিচিত। আর সেখানেই ভোটের দিন সকালে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য।
সাত সকালেই ভোট দিতে হাজির হয়েছেন বছর ৮০-র বিজিত রায়চৌধুরী। সকাল ৭ টার অনেক আগেই তিনি উপস্থিত হয়েছিল বুথে। ভোটদানের সময় শুরু হতেই, মিত্র ইন্সস্টিটিউশনে প্রথম ভোটার হলেন আশি বছরের বৃদ্ধ বিজিত রায়চৌধুরী।
সকাল সকাল ভোট দিতে আসা নিয়ে তাঁকে প্রশ্ন করতেই বিজিত রায়চৌধুরী বলেন, ‘ভোটোটা আগে দেওয়াটা খুবই জরুরী। আমরা নিজেরাই আমাদের প্রতিনিধি বাছাই করছি। সেইকারণে আমাদের দায়িত্বশীল, চিন্তাশীল হতে হবে আরও বেশি করে’। তবে সকাল সকাল ভোটদান পর্ব শুরু হতে না হতেই বিভিন্ন দিক থেকে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে।