“ওয়ান চায়ে প্লিজ”, ডলির কাছ থেকে চায়ের তৃষ্ণা মেটালেন বিল গেটস! ভারতের করলেন ভূয়সী প্রশংসা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে বিভিন্ন পেশার মানুষ তাঁদের অভিনব সব কর্মকাণ্ডের মাধ্যমে খুব সহজেই জনপ্রিয় হয়ে ওঠেন। শুধু তাই নয়, তাঁদের ভিডিও নেটমাধ্যমে আসা মাত্রই সেগুলি তুমুল ভাইরাল (Viral) হয়ে পৌঁছে যায় সকলের কাছে। এমতাবস্থায়, সেই রকমই এক সোশ্যাল মিডিয়া স্টার ফের উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ, সম্প্রতি তাঁর সাথে দেখা করেছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের তথা মাইক্রোসফটের (Microsoft) প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)।

হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। উল্লেখ্য যে, বর্ষীয়ান এই ধনকুবের সম্প্রতি নাগপুরের বিখ্যাত ডলি চায়ওয়ালার সাথে দেখা করে তাঁর কাছ থেকে চা পান করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিল গেটস তাঁর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও পরিচিত। শুধু তাই নয়, ভারত সফরে এলেই তিনি বিভিন্ন অভিনব কাজ করে থাকেন। এমতাবস্থায়, ডলি চায়ওয়ালার সাথে তাঁর সাক্ষাতের এই ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by Bill Gates (@thisisbillgates)

ভিডিও শেয়ার করেছেন স্বয়ং বিল গেটস: ইতিমধ্যেই বিল গেটস তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ডলি চায়ওয়ালার সাথে একটি ভিডিও শেয়ার করে ভারতের প্রশংসা করেছেন। বিল গেটসের মতে, “ভারতে আপনি সর্বত্র নতুনত্ব খুঁজে পান এবং এটি এক কাপ চায়েও দৃশ্যমান।” ওই ভিডিওতে বিল গেটসকে ডলি চায়ওয়ালার কাছ থেকে চা নিয়ে তা উপভোগ করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: দুর্ধর্ষ লুক, অনবদ্য সব ফিচার্স! বাজারে বড় ধামাকা Bajaj CT 100-এর, দাম মাত্র ৬৯ হাজার

“ওয়ান চায়ে প্লিজ”: এর পাশাপাশি, ওই ভিডিওটিতে বিল গেটসকে বিশেষ ভঙ্গিতে “ওয়ান চায়ে প্লিজ” বলে ডলি চাওয়ালাকে চায়ের অর্ডার দিতেও দেখা যায়। এর পাশাপাশি, ডলি কিভাবে তাঁর নিজস্ব স্টাইলে চা বানালেন সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে ভিডিওটিতে। এমতাবস্থায়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের বিল গেটস যেভাবে আর পাঁচজন সাধারণের মতোই ডলির কাছ থেকে চা পান করলেন তা দেখে প্রশংসা করছেন নেটিজেনরা।

আরও পড়ুন: ২ টির বেশি সন্তান থাকলেই মিলবে না সরকারি চাকরি! অবশেষে নিয়মে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট

ডলি চায়ওয়ালা কে: পিটিআইয়ের খবর অনুযায়ী, নাগপুরের সদর এলাকায় ভিসিএ স্টেডিয়ামের কাছে ডলি চায়ওয়ালার একটি চায়ের দোকান রয়েছে। ডলি চায়ওয়ালা একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। নাগপুরের এই বিখ্যাত চা বিক্রেতার দোকানে চা খেতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। চায়ের পাশাপাশি ডলি তাঁর বিশেষ স্টাইলের জন্যেও পরিচিত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর