আধো আধো বাংলায় ‘জয় মা দুগ্গা’, মুখার্জিদের পুজোয় লাইমলাইট কাড়ল বিপাশা কন্যা দেবী

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের স্টারকিডদের মধ্যে এখন লাইমলাইটে রয়েছে ছোট্ট দেবী (Devi)। বলিউডের বং ডিভা বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের আদুরে কন্যা সে। মোটে দু বছর বয়স খুদের। এর মধ্যেই তার কিউটনেস মন জয় করে নিয়েছে আপামর নেটপাড়াবাসীর। দুর্গাপুজোয় মুখার্জিদের পুজোয় মধ্যমণি হয়ে উঠেছিল ছোট্ট দেবীই (Devi)।

দেবীকে (Devi) বাংলা বলা শেখাচ্ছেন বিপাশা

বছর দুয়েকের মেয়েকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন বিপাশা। তাঁর আধো আধো কথা, মিষ্টি ভাবভঙ্গি সহজেই নজর কেড়ে নেয় নেটিজেনদের। নিজে বাঙালি হলেও পঞ্জাবি পরিবারে বিয়ে করেছেন বিপাশা। দেবীর (Devi) মধ্যে দুই সংষ্কৃতিই সমান ভাবে জায়গা করে নিক, এমনটাই চান অভিনেত্রী। তাই মেয়েকে এখন থেকেই বাংলা বলা শেখাচ্ছেন বিপাশা। আর দেবীও মায়ের দেখাদেখি বেশ বাংলা শিখে গিয়েছে।

আরো পড়ুন : মূর্তিমান ত্রাস, মুম্বইয়ের আতঙ্ক, কে এই লরেন্স বিষ্ণোই? সলমনের উপরেই বা কীসের রাগ?

বাঙালি সাজে মেয়েকে সাজিয়েছিলেন অভিনেত্রী

এবারের দুর্গাপুজোয় দেবীকে (Devi) বাঙালি সাজে সাজিয়ে তুলেছিলেন বিপাশা। লাল টুকটুকে ঘাগড়া চোলি পরে নর্থ বম্বে তে মুখার্জিদের দুর্গাপুজোয় হেঁটে বেড়াতে দেখা গেল দেবীকে (Devi)। সঙ্গে হাতে এক গোছা চুড়ি আর কপালে ছোট্ট টিপও পরিয়ে দিয়েছিলেন বিপাশা। মিষ্টি দেবীর দিক থেকে ক্যামেরাই সরল না পুজোতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে দেবীর ভিডিওগুলি।

আরো পড়ুন : পেয়েছিল ভূতুড়ে তকমা, সুশান্তের মৃত্যুর ৪ বছর পর এখন কে থাকেন তাঁর ‘অভিশপ্ত’ ফ্ল্যাটে?

মিষ্টি ভিডিও শেয়ার করেছেন বিপাশা

অপর একটি ভিডিও শেয়ার করেছেন বিপাশা। সেখানে দেখা যাচ্ছে, দেবীকে (Devi) ‘জয় মা দুর্গা’ বলতে শেখাচ্ছেন অভিনেত্রী। মায়ের দেখাদেখি দেবীও আধো আধো বাংলায় বলে ওঠে ‘জয় মা দুগ্গা’। তার কথা শুনে হেসেই লুটোপুটি খেয়েছেন পরিবারের অন্যান্যরা। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন দেবীর মুখে বাংলা কথা।

Devi

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা এবং করণ। ২০২২ এ জন্ম হয় দেবীর। কিন্তু তাঁর জন্মের পরেই জানা যায় দেবীর হার্টে দুটি ছিদ্র রয়েছে। মাত্র তিন মাস বয়সেই একরত্তির ওপেন হার্ট সার্জারি হয়। এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ দেবী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর