স্বামীর সঙ্গে বাড়িতেই গণেশ বন্দনা বিপাশার, বাঙালি বাড়ির মতো রাঁধলেন খিচুড়ি-লাবড়াও! দেখুন ছবি

বাংলাহান্ট ডেস্ক: আজ গণেশ চতুর্থী (ganesh chaturthi)। গোটা দেশের বিভিন্ন জায়গাতেই চলছে সিদ্ধিদাতার বন্দনা। তবে মহারাষ্ট্রে গণপতির আরাধনার জাঁকজমকই আলাদা হয়। কিন্তু এবারে করোনা আবহে সেই জাঁকজমকে অনেকটাই ভাঁটা পড়েছে। তার মধ‍্যেও বলিউড (bollywood) তারকাদের বাড়িতে ঘরোয়া ভাবে চলছে গণেশ পুজো।

আদ‍্যোপান্ত বাঙালি কন‍্যে হলেও বর্তমানে পাকাপাকি ভাবে মুম্বই নিবাসী বিপাশা বাসু (bipasha basu)। করন সিং গ্রোভারের গৃহিনী হয়ে দিব‍্যি মন দিয়েছেন সংসারে। এবার ঘরোয়া ভাবেই গণেশ পুজো করেছেন বিপাশা ও করন। নিজেরাই শাঁখ বাজিয়ে, পুজো করে বন্দনা ক‍রেছেন গণপতি বাপ্পাকে।

actress bipasha basu stills from filmfare glamour and style awards 4

পুজো শেষে বাঙালি বাড়ির মতো খিচুড়ি ভোগও রেঁধেছেন বিপাশা। এদিন পুজোর নিরামিষ মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, আলুভাজা, লাবড়া, গুড়। খিচুড়ির উপর ঘিও দিতে ভোলেননি অভিনেত্রী। সেই সঙ্গে জানিয়েছেন এই সব দিনে পরিবারকে বেশ মিস করেন তিনি।

Screenshot 2020 08 22 15 26 05 197 com.instagram.android

Screenshot 2020 08 22 15 26 22 213 com.instagram.android

গণেশ চতুর্থীতে মহারাষ্ট্র জুড়ে অন‍্যান‍্য বার ১১ দিন ব‍্যাপী মহোৎসবে মাতে মানুষ। বহু বলিউড তারকার বাড়িতে আড়ম্বরের সঙ্গে পূজিত হন গণপতি। কিন্তু এবারে সেই সব আয়োজন অনেকটাই ফিকে। বাড়িতে পুজো এবারও হচ্ছে কিন্তু সেই আড়ম্বর নেই।

https://www.instagram.com/p/CELhpNYj-MR/?igshid=2stoevx7hunj

 

মন্ডপ এবারও তৈরি হয়েছে অনেক জায়গায়। দূরত্ব বিধি মেনেই পুজো হবে সেখানে। তবে করোনা পরিস্থিতিতে অন‍্যান‍্য বারের গণেশ পুজোর মহারাষ্ট্রের সঙ্গে এবারের মহারাষ্ট্রকে মেলাতে সত‍্যিই অবাক লাগছে, এমনটাই বলছেন সকলে।


Niranjana Nag

সম্পর্কিত খবর