বীরভূমে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে খুন! সকালে নগ্ন অবস্থায় বাড়ি থেকে উদ্ধার দেহ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের ধর্ষণের (Rape) ঘটনায় উত্তপ্ত বীরভূম (Birbhum)! রবিবার সাঁইথিয়ায় বাড়ির ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় ৬২ বছরের এক বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নগ্ন ও মুখে গামছা বাঁধা অবস্থায় উদ্ধার হয় ওই বৃদ্ধার দেহ। ঘটনাটি বীরভূমের সাঁইথিয়া (Sainthia Murder Case) থানার মথুরাপুর গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন বছর ৬২-র ওই বৃদ্ধা। তবে শনিবার রাতে বাড়ির পাশেই এক প্রতিবেশী আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি। সেখানেও একাই ছিলেন ওই বৃদ্ধা। সকালে সেখানেই প্রথমে নগ্ন অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ।

তাদের অভিযোগ, একা থাকার সুযোগ নিয়ে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। নগ্ন অবস্থায় মুখে গামছা বাঁধা মহিলার মৃতদেহ দেখতে পেয়েই তড়িঘড়ি খবর দেওয়া হয় সাঁইথিয়া থানার পুলিশকে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সাঁইথিয়া থানার পুলিশ। কে বা কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো ।তবে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে এলাকায়। চারিদিক থমথমে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X