স্থগিত একাদশ শ্রেণীর ভর্তি! শিক্ষকের অভাবে বন্ধের মুখে বাংলার আরেকটি স্কুল, শোরগোল তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : কথাতেই আছে ‘একটা গোটা সমাজকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেললেই যথেষ্ট’। আর সম্প্রতি সেটাই হয়েছে এই বাংলায়। ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্রের ভূমির আজ খাদের কিনারায় দাঁড়িয়ে। বাংলার গৌরব আজ শেষের মুখে। পশ্চিমবঙ্গের (West Bengal) নিয়োগ দুর্নীতির চর্চা আজ সর্বত্র।

রাজ্যের স্কুল স্কুলে আজ শিক্ষকের (Teacher) হাহাকার। নেই স্থায়ী শিক্ষক, নেই শিক্ষা কর্মী, পঠন-পাঠন বন্ধের মুখে। যোগ্য অযোগ্যের ভিড়ে ধুঁকছে স্কুলগুলি। এই যেমন বীরভূমের একটি স্কুলে তো একাদশ শ্রেণীর ভর্তীই বন্ধ করে দেওয়া হল। নোটিশ টাঙিয়ে জানানো হল, স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। পঠন পাঠন তো দূর, একাদশ শ্রেণীর ভর্তিই সম্ভব নয়।

সম্প্রতি এমনই একটি নোটিশের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে ঘটনাটি বীরভূমের। জাজিগ্রাম সর্বোদয় আশ্রম হাই স্কুলের এই ঘটনায় কার্যত শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। নোটিশটি বৈধ কী না তা জানা না গেলেও নজর কেড়েছে এই বিজ্ঞপ্তিটি।

 

বিগত ২ রা মে ২০২৪ তারিখে বীরভূমের জাজিগ্রাম সর্বোদয় আশ্রম উচ্চ বিদ্যালয়ের তরফে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি মারফত বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই বিজ্ঞপ্তির ছবিটি ভাইরাল হতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর