ছাত্র ছাত্রীদের অবস্থান বিক্ষোভ

 

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম

(রামপুরহাট-বীরভূম): এদিন বীরভূমের রামপুরহাট শহরে সকল স্কুলের ছাত্র -ছাত্রীরা মিলিত হয়ে, বিক্ষোভ মিছিল করে পাঁচ মাথায় ।

“শিক্ষার অধিকার মৌলিক অধিকার সুতরাং আমাদের অধিকার আমাদের বুঝতে দিন”
এই কথাকে সামনে রেখে রামপুরহাট গৃহশিক্ষক কল্যাণ সমিতির বিরুদ্ধে আজ রামপুরহাট মহুকুমা শাসক এর অফিসের সামনে পথঅবরোধ করে রামপুরহাট মহুকুমার সমস্ত বিদ্যালয় এর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রী রা।তাদের বিক্ষোভ মিছিল প্রধান কারণ বা সমস্ত ছাত্র ছাত্রী দের দাবি, আমাদের শিক্ষার অধিকার আমাদের নিজেদের বুঝতে দিন।

IMG 20190731 WA0069

পরিশেষে ছাত্র নেতা অভিনব গুপ্ত বলেন ,”আমরা যেখানে ভালো শিক্ষা পাবো সেই শিক্ষা লাভ করা আমদের মৌলিক অধিকার সেই কারণে আজ আমাদের এই কর্মসূচী”। বিক্ষোভকারীরা যানাই, হটাৎ করে গৃহশিক্ষক সমিতি বলে দিল বিদ্যালয়ের শিক্ষক দের কাছে পড়া হবে না, তাহলে কিছু দিন পরে যে আমাদের পরীক্ষা সেই পরীক্ষার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তার দায়িত্ব টা কি সমিতি নিবেন ?

সম্পর্কিত খবর