‘অশান্তি করলে কাউকে ছাড়বনা’, গাড়িতে হামলা হতেই পুলিশকে একহাত নিলেন সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্ক : গত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) একে অপরের হয়ে মাঠে নেমেছিলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan) এবং স্ত্রী সুজাতা মণ্ডল। তবে এবারের নির্বাচনে কার্যত উল্টোপুরাণ। একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছেন তারা। নাম প্রকাশের পর থেকেই জোরদার প্রচার শুরু করেছেন বিষ্ণুপুরের দুই প্রার্থী। জোরদার টক্কর দিচ্ছেন একে অপরকে‌। বিশেষ করে BJP প্রার্থী সৌমিত্র খাঁ তো ফুল ফর্মে রয়েছেন।

তবে এইদিন প্রচারে বেরিয়ে বেশ বড়সড় সমস্যায় পড়তে হয় সৌমিত্র খাঁ-কে। বিজেপি সাংসদের অভিযোগ, প্রচারে তার উপর হামলা চালানোর চেষ্টা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ সবকিছু দেখার পরেও নাকি নির্বিকার। যদিও দুষ্কৃতিদের এই কর্মকাণ্ড চুপ করে মেনে নেওয়ার পাত্র নন সৌমিত্র। পুলিশ আধিকারিকদের তো বটেই সেই সাথে শাসকদলকেও কড়া ভাষায় শাসানি দিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন পাত্রসায়ের ব্লকের বেলুট গ্রামের কাছে অতর্কিত হামলার মুখে পড়ে সৌমিত্রর কনভয়ে। গাড়ি থেকে নামিয়ে কর্মীদের নাকি মারধরও করা হয় এইদিন। দুই পক্ষের ঝামেলায় কার্যত উত্তপ্ত হয়ে ওঠে মল্লগড়ের মাটি। এরপর পাত্রসায়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে একহাত নেন সৌমিত্র। এইদিন তিনি তুলে আনেন বালি চুরির কথাও। যদি প্রাক্তন স্ত্রী সুজাতার মতে, গোটা বিষয়টাই নাকি সৌমিত্রর নিজের কারসাজি।

আরও পড়ুন :‘যা চেয়েছিলাম…’, পরপর তিনবার হারের পর চরম সিদ্ধান্ত হার্দিকের

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে পুলিশের উদ্দেশে সৌমিত্রকে বলতে শোনা যায়, ‘আমি এই এলাকায় আসার কথা আগাম ইমেল করে জানিয়েছিলাম। তার পরেও পুলিশ যথাসময়ে ব্যবস্থা নেয়নি। তাপস বারি নামে তৃণমূলের এক গুন্ডাকে দিয়ে আমার গাড়িতে হামলা চালানোর চেষ্টা হয়েছে। আমাদের এক মহিলা কর্মীর গায়ে হাত দিয়েছেন তাপস।’

আরও পড়ুন : বড় ঝটকা! IPL-র পর T20 বিশ্বকাপ থেকেও বাদ, ছন্নছাড়া হল গোটা টিম

 

বিষ্ণুপুরের সাংসদ কড়া ভাষায় জানিয়ে দেন যে, অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। আর সে গ্রেফতার না হলে তার হয়ে মাঠে নামার জন্য দু’লক্ষ লোক মজুদ আছে বলে জানান তিনি। সৌমিত্রর কথায়, পঞ্চায়েত ভোটের মত অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেননা। এমনকি বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছেও যাবেন বলে জানিয়েছেন সৌমিত্র খাঁ।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর