কাঁদো কাঁদো মুখে মিঠুনকে জড়িয়ে বিশ্বনাথ, মহাগুরুর প্রতি বার্তায় কুর্নিশ নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: বাংলার বাইরে বাঙালির দাপট কাকে বলে সেটা যিনি দেখিয়েছিলেন তাঁর নাম মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মধ্যবিত্ত পরিবারের ছেলে মুম্বইয়ে গিয়ে কতটা স্ট্রাগল করে পায়ের তলার মাটি শক্ত করেছিলেন, এতদিনে তা সকলেরই জানা। সেই মিঠুনই তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করেছেন হিন্দি এবং বাংলা চলচ্চিত্র জগতে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’ প্রমাণ করে দিয়েছে, মিঠুন চক্রবর্তী এখনো ফুরিয়ে যাননি।

এবার বাঙালির প্রিয় ‘মহাগুরু’র সঙ্গে একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করলেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। প্রজাপতি ছবিতে অভিনয় করেছেন তিনিও। সম্প্রতি ছবির সাকসেস পার্টিতে উপস্থিত হয়ে এক কাণ্ড করে বসেন বিশ্বনাথ। কাঁদোকাঁদো মুখে মিঠুনকে জড়িয়ে ধরেন অভিনেতা।

biswanath basu mithun

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিশ্বনাথ। সঙ্গে লিখেছেন, ‘শুধু এইটুকুর জন্য সিনেমা জগতকে আঁকড়ে ধরে ছিলাম’। কমেন্ট বক্সে অনেকেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন দুই প্রিয় অভিনেতার জন্য। কয়েকজন লিখেছেন, মিঠুনকে যে সম্মান দিলেন বিশ্বনাথ, তার জন্য তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। অনেকে এও মনে করছেন, পরোক্ষে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যের উত্তর দিয়েছেন বিশ্বনাথ।

প্রসঙ্গত, প্রজাপতি নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক বিতর্ক অব্যাহত। ছবিটি নন্দনে জায়গা না পাওয়ায় বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, মিঠুন চক্রবর্তী আছেন বলেই সরকারি প্রেক্ষাগৃহে শো পায়নি প্রজাপতি। পালটা তৃণমূলের তরফে কুণাল ঘোষ ব্যঙ্গ করেছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত মিঠুন নাকি ‘ফ্লপ অভিনেতা’। দেব তাঁকে সিনেমায় নিয়ে পস্তাচ্ছেন। পালটা অভিনয় জগতে সিনিয়র ‘মিঠুনদা’র পাশে দাঁড়িয়ে কুণালেরই বিরোধিতা করেছিলেন অভিনেতা সাংসদ।

তবে যাবতীয় বিতর্কের অবসান ঘটায় প্রজাপতির বক্স অফিস কালেকশন। উপরন্তু সেরা অভিনেতার পুরস্কারও এসেছে মিঠুনের ঝুলিতে। এরপরেই কুণালকে ব্যঙ্গ করে ‘এলি তেলি গঙ্গারাম’ বলেছিলেন তিনি। এমনকি কিছুদিন আগে প্রজাপতির সাফল্যের পার্টিতেও মিঠুন বলেছিলেন, খুশির দিনে এলি তেলি গঙ্গারামকে নিয়ে কোনো কথা বলতে চান না তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর