বাংলা হান্ট ডেস্ক : চলতি মাসেই রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha Election)। আর তার আগেই রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (Bhartiya Janta Party)। সপ্তাহান্তে মোট ১৪টি নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। আর এই তালিকায় নাম রয়েছে বঙ্গ বিজেপির অত্যন্ত চেনা মুখ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। যার চোখা চোখা বাক্যবাণে তৃণমূলের তাবড় তাবড় নেতৃত্ববৃন্দরাও কেঁপে ওঠেন। আর এবার তিনিই বিজেপির রাজ্য সভাপতি।
তবে একা শমীক ভট্টাচার্যই নয়, এছাড়াও তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে বর্তমান সাংসদও। বাদও পড়েছেন কেউ কেউ। এই যেমন বিহার থেকে বাদ পড়েছেন সুশীল কুমার মোদী। যদিও তাতে যে তিনি দুঃখ পেয়েছেন এমনটা নয়। এইদিন নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি লিখেছেন, “আমি সর্বদা দলের কাছে কৃতজ্ঞ থাকব এবং আগের মতোই কাজ করব”। পাশাপাশি বিহার থেকে মনোনীত ভীম সিং এবং ধর্মশীলা গুপ্তকে অভিনন্দনও জানিয়েছেন। চলুন দেখে নিই সম্পূর্ণ তালিকা।
আরও পড়ুন : ‘জাতির জনক, নারীদের ত্রাতা’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল TMC নেতা শাহজাহানের অনুগামীদের গান
বিহার: ডাঃ ধর্মশীলা গুপ্ত, ডাঃ ভীম সিং
ছত্তিশগড়: রাজা দেবেন্দ্র প্রতাপ সিং
হরিয়ানা: সুভাষ বারালা
কর্ণাটক: নারায়ণ কৃষ্ণাস ভন্ডগে
উত্তরপ্রদেশ: সুধাংশু ত্রিবেদী, আরপিএন সিং, চৌধুরী তেজবীর সিং, সাধনা সিং, অমরপাল মৌর্য, সঙ্গীতা বলওয়ান্ত, নবীন জৈন
উত্তরাখণ্ড: মহেন্দ্র ভাট
পশ্চিমবঙ্গ: শমীক ভট্টাচার্য
প্রসঙ্গত উল্লেখ্য, ভালো বক্তা হিসেবে ভালো সুনাম রয়েছে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের। তাত্ত্বিক নেতা বলে বেশ পরিচিত তিনি। শাসক-বিরোধী লড়াইয়ে তৃণমূলকে নানাভাবে আক্রমণ করে থাকেন তিনি। যে কারণে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সুনজরে ছিলেন তিনি। আর এবার সেই শমীক ভট্টাচার্যের উপরেই আস্থা দেখালো গেরুয়া শিবির।