বুথের মধ্যে বাংলাদেশি! রণচন্ডী মূর্তি ধারণ করে ইভিএম আছড়ে ভাঙলেন বিজেপি প্রার্থী

বাংলাহান্ট ডেস্ক : পুরভোটকে কেন্দ্র করে ওয়ার্ডে ওয়ার্ডে ধুন্ধুমার রাজ্য জুড়েই। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একাধিক ঝামেলার খবর। এবার ইভিএম আছড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারাসাত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সকাল থেকেই হুলুস্থুল বারাসাতের ৭ নম্বর ওয়ার্ড। বহিরাগতদের তান্ডবের অভিযোগ উঠেছে সেখানে। ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামলী দাশগুপ্ত। তাঁর দাবি বহিরাগতরা বুথে ঢুকে পড়ে ছাপ্পা ভোট দিচ্ছিল। এই খবর পাওয়া মাত্রই সেখানে হাজির হন তিনি। তারপরই রণচন্ডী মূর্তি ধরে ইভিএম তুলে সটান আছাড় মারেন সেটিকে। স্বভাবতই টুকরো টুকরো হয়ে যায় মেশিনটি।

এভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর এবং উত্তেজনা ছড়ানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই প্রার্থীকে। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশী বলেই জানা যাচ্ছে। ভোটের দিন বুথে বাংলাদেশী কেউ কীভাবে আসতে পারেন তা নিয়েও তুমুল জল ঘোলা করতে শুরু করেছে শাসকদল।

evm 1

এভাবে প্রার্থী ইভিএম ভেঙে ফেলায় ওই বুথে বন্ধ হিয়ে যায় ভোটগ্রহণ। ভোট দিতে না পেরে চরম ক্ষুদ্ধ হয়ে ওঠেন স্থানীয় ভোটাররা। রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বহিরাগতদের পুলিশ গ্রেপ্তার করলেও তাদের নিয়ে টানাহ্যাঁচড়া শুরু করে বিজেপি। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও চলে। এখনও উত্তেজনা তুঙ্গে এলাকায়। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর