পয়লা বৈশাখে একি কাণ্ড! ত্রিশূল হাতে রাস্তায় নেমে পড়লেন দিলীপ, তারপর যা হল… শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ অভিনব প্রচারে দিলীপ ঘোষের (Dilip Ghosh) জুড়ি মেলা ভার। কয়েকদিন আগে লাঠি হাতে বেরিয়েছিলেন ছিলেন বিজেপি (BJP) নেতা। এবার সোজা ত্রিশূল (Trishul) তুলে নিলেন বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থী। নববর্ষের দিন ত্রিশূল হাতে দেখা গেল দিলীপকে। এই নিয়ে আবার আক্রমণ শানিয়েছে তৃণমূল।

প্রত্যেকদিনের মতো রবিবারও নিয়ম করে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ। এদিন বর্ধমানের আলামগঞ্জের কল্পতরু মাঠে আসেন তিনি। সেখানে প্রাতঃভ্রমণের পর ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে যোগদান করেন। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করতে দেখা যায় তাঁকে। এরপর সেখান থেকে শিব মন্দিরে গিয়ে পুজো দেন বিজেপি প্রার্থী (BJP Candidate Dilip Ghosh)। সেখানেই ত্রিশূল হাতে দেখা যায় তাঁকে।

   

কী কারণে এই ত্রিশূল তুলে নিলেন দিলীপ? পদ্ম প্রার্থী বলেন, ‘আত্মরক্ষা না, দেশরক্ষা। সব রক্ষা হয়ে যাবে’। এখানেই না থেমে তিনি দাবি করেন, পাপ এবং অশুভ শক্তির বিনাশের জন্যই এই ত্রিশূল হাতে তুলে নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ সব ওলোটপালোট! সাংসদ হওয়ার স্বপ্ন অধরাই থাকবে এই ৪ তারকা প্রার্থীর

দিলীপের কথায়, ‘বাবার কাছ থেকে এই ত্রিশূল লাভ হয়েছে। পাপ এবং অশুভ শক্তির প্রভাব যখন বেড়েছে তখনই বাবা নিজের হাতে ত্রিশূল তুলে নিয়েছেন। তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা হলেন মহাদেব। ওনার প্রেরণাতেই আমি ত্রিশূল নিয়ে স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ রাজনীতির অভিযান করতে চাই। ত্রিশূল এটারই প্রতীক’।

bjp candidate dilip ghosh

এদিকে নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষের ত্রিশূল নিয়ে বেরনো প্রসঙ্গে সুর চড়িয়েছে তৃণমূল। জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস এই প্রসঙ্গে বলেন, ‘শিব হলেন আমাদের সকলের শক্তির অনুপ্রেরণা। তবে ওনারা কখনও রামকে নিয়ে, কখনও আবার শিবকে নিয়ে ধর্মের রাজনীতি করছেন’। এখানেই না থেমে তিনি বলেন, আমরা এই ধরণের রাজনীতির সমর্থন করি না। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন জেলা তৃণমূল মুখপাত্র।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর