বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই! আর দুপুর হতেই ফলাফলটা সকলের চোখের সামনে। বিজেপিকে (BJP) হারিয়ে জয়ের পতাকা ঘাসফুলের। ধূপগুড়ি (Dhupguri) বিধানসভা গেরুয়া শিবিরের কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল (Trinamool Congress)। বিজেপি প্রার্থী তাপসী রায়কে কিছু ভোটে হারিয়ে জয়ী হলেন শাসকদলের প্রার্থী নির্মলচন্দ্র রায়।
একুশের ভোটে ধূপগুড়ি আসনে তৃণমূলকে ১৩০০ ভোটে পরাস্ত করেছিল বিজেপি। আর ২৩ এর উপনির্বাচনে বুমেরাং। চার হাজারেরও বেশি ভোটে বিজেপির পরাস্ত করল ঘাসফুল। বিজেপির অপেক্ষাকৃত শক্তিশালী ঘাঁটিতেও কেন এই পরাজয়? এই বিষয়েই এবার মুখ খুললেন বিজেপির প্রার্থী তাপসী রায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে এসে ঘোষণা করেছিলেন, ধূপগুড়ি মহকুমা হবে। মনে হচ্ছে, সেই ঘোষণার কারণেই মানুষ কিছুটা বেশি ভোট দিয়েছে”। যদিও তাপসীর মতে অভিষেকের সেই নির্বাচনী প্রতিশ্রুতি ‘ঢপবাজি’ ছাড়া কিছুই না।
আরও পড়ুন: এক ধাক্কায় ১০ লক্ষ টাকা কমে গেল মমতার আয়! এবার কী করবেন মুখ্যমন্ত্রী?
প্রসঙ্গত,সম্প্রতি ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হয়েছেন। তাই বিধায়ক শুন্য ধূপগুড়িতে গত ৫ই সেপ্টেম্বর পনেরো তম বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ তার ফলাফল প্রকাশ্যে এল। এই ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে এক বারও যাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গিয়েছিলেন। তবে অভিষেকের সভায় যে পরিমাণ ভীড় হয়েছিল তাতে অনেকেই মনে কাছিলেন তৃণমূল ভালো ফল করবে। তাই হল।
আরও পড়ুন: ED-র এক তথ্যেই বদলে গেল খেল! এবার আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা
ওদিকে ভোটের ফলাফল বেরোতে না বেরোতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে টুইট করে লেখেন, “ধন্যবাদ ধূপগুড়ি। ঘৃণার রাজনীতি ও ধর্মান্ধতার পরিবর্তে ধূপগুড়ির মানুষ উন্নয়নের রাজনীতিকে বেছে নিয়েছেন। সে জন্য তাদের ধন্যবাদ। তৃণমূল কর্মীদেরও তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য কুর্নিশ। আমরা ধূপগুড়ির সার্বিক উন্নয়নের জন্য চেষ্টার কোনও রকম কোনও ত্রুটি রাখব না।”