সভায় ৫০০ জনের বেশি ভিড় নয়, করোনার প্রসার রুখতে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সহ গোটা দেশে হুহু করে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আর এই সঙ্ক্রমণের কথা মাথায় রেখে সর্বপ্রথম বামেরা রাজ্যে কোনও বড় সভা না করার ঘোষণা করে। এরপর রবিবার কলকাতায় একটি রোড শো করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বড় সভা না করার ঘোষণা করেছেন। এছাড়াও কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীও ঘোষণা করেছিলেন যে তিনি বাংলায় আর কোনও সভা করবেন না।

আর এবার বিজেপির তরফ থেকেও রাজ্যে করোনা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন যে, এবার বাংলায় বিজেপি আর কোনও বড় সভা করবে না। জেপি নাড্ডা বলেছেন, এবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় মাত্র পাঁচশ জনের উপস্থিত থাকার অনুমতি থাকবে।

JP Nadda attacks Mamata Banerjee and Abhishek Banerjee

বিজেপি মঙ্গলবার থেকে নিজের বুথ করোনা মুক্ত অভিযান চালাবে এবং রাজ্যে ছয় কোটি মাস্কের সঙ্গে স্যানিটাইজারও বিলি করবে। যদিও, মাস্ক ও স্যানিটাইজার বিলি করার জন্য কমিশনের থেকে অনুমতি পাওয়া গিয়েছে নাকি জানা যায়নি।

X