বাংলা হান্ট ডেস্কঃ পথ চলা শুরু হতে না হতেই বারংবার আক্রান্ত বঙ্গের প্রথম বন্দে ভারত (Vande Bharat Express)। যাত্রা শুরু হওয়ার তিন দিনের মধ্যেই পরপর দু’বার হামলায় আক্রান্ত এই এক্সপ্রেস। এই নিয়েই বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার এই আবহেই আরেক কাহিনী। এই ঘটনার তদন্তের ভার কার ওপর বর্তাবে সেই নিয়েই বিজেপির (BJP) অন্দরে দ্বিমত।
একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যেখানে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন, সেখানেই ভিন্ন পথে হেঁটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকারের (Subhas Sarkar) ভরসা রাজ্যের তদন্তকারী সংস্থা CID-র উপর। তাঁর মতে, এই তদন্তের ক্ষেত্রে রাজ্য পুলিশই যথেষ্ট।
যাত্রা শুরুর পরের দিনই মালদহে দ্রুতগামী এই ট্রেনকে লক্ষ্য করে হয় পাথর বৃষ্টি। ভাঙে এক্সপ্রেসের কাঁচ। এখানেই শেষ নয় হামলার পরদিন অর্থাৎ মঙ্গলবার এই একই ঘটনার সাক্ষী থাকে জলপাইগুড়ি। সেখানেও ছোড়া হয় পাথর। এরফলে এক্সপ্রেসের C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। ট্রেন হামলায় পর বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) অভিযোগ তুলেছিলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগানের ‘বদলা’ নিতেই তৃণমূলের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। এরপরেই ক্রমশ্য উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে রেল পুলিশ।
পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছেন। দলনেতার সাথে সহমত পোষণ করেছেন বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব। অন্যদিকে, এই তদন্তের বিষয়েই এক্কেবারে উল্টো পথে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিঁনি বলেন, রাজ্যের তদন্তকারী সংস্থার উপর ভরসা রয়েছে।
ঠিক কী বললেন সুভাষ সরকার? এদিন তিঁনি বলেন ‘বন্দে ভারতে দ্বিতীয় দিন হামলা হল, পরিকল্পিতভাবে পাথর ছোড়া হল। তারপরও রাজ্য সরকার ও মাননীয়া মুখ্যমন্ত্রীর কোনও বক্তব্য নেই। কেন্দ্রী. সরকারের কোনও উন্নয়নই কী রাজ্য প্রশাসন বরদাস্ত করতে পারছেন না? এটা স্পষ্ট করে রাজ্যবাসীকে রাজ্য সরকার তাহলে জানিয়ে দিক। না হলে চাইব, মানীয়া মুখ্যমন্ত্রী এই হামলার তদন্তে সিআইডি তদন্তের নির্দেশ দিন। আমি বলছি না এতে সিবিআই তদন্ত প্রয়োজন। রাজ্য পুলিশ যথেষ্ট যোগ্য। কোথা থেকে কারা ঢিল ফেললেন তা খুঁজে বার করুক পুলিশ। তবে তদন্তের ক্ষেত্রে যেন কোনও স্বজনপোষণ রাজনীতি না হয়। রাজ্য পুলিশ সুয়োমোটো এফআইআর করুন আজকের মধ্যে, ইতিমধ্যেই দেরি হয়ে গিয়েছে, আর দেরি ঠিক হবে না।’ সবমিলিয়ে পঞ্চায়েত ভোট পূর্বে ফের একবার প্রকাশ্যে বিরোধী শিবিরের নেতাদের ভিন্নমত ইস্যু।