‘TMC নেতাদের জামাকাপড় খুলে দেবে পাবলিক’, ফের শাসকদলকে হুঁশিয়ারি দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে বরাবরই নিজের মন্তব্যের জেরে বড়োসড়ো স্থান দখল করে থাকেন হেভিওয়েট বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়েনা তাঁর। সর্বদাই লাইমলাইটে তাঁর বক্তব্য। সেই ধারাই অক্ষত রেখে এবার ফের একবার বিতর্কের শিরোনামে বিজেপি সাংসদ (BJP MP) দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার বর্ধমানে (Bardhaman) ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকেই লাগাতার প্রকাশ্যে আসা রাজ্যের আবাস যোজনায় দুর্নীতি (Awas Corruption) নিয়ে সরব হন বিজেপি নেতা। এরপরই নিজের বক্তব্যে আইএসএফ-বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে বলতে গিয়ে তিঁনি বলেন, এরপর তৃণমূল নেতা-মন্ত্রীদের জামাকাপড় খুলে দেবে রাজ্যের পাবলিক।

ঠিক কী মন্তব্য করলেন দিলীপ ঘোষ? রাজ্যের শাসকদলকে একহাত নিয়ে এদিন বিজেপি সাংসদ বলেন,“ আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়ে চুপ করালেও পাবলিককে থামামে কী করে! পাবলিক ইতিমধ্যেই কলার ধরতে শুরু করেছে। এরপর জামা প্যান্ট খুলে দেবে। খেঁজুর গাছে বেঁধে রেখে মারবে।”

dilip ghosh

দিলীপ ঘোষের এই বক্তব্যের পরই শোরগোল পরে গেছে রাজনীতির অন্দরে। এই প্রথম নয়, এর আগেও নিজের মন্তব্যের জেরে বহুবার বিতর্কের শিরোনামে উঠে এসেছেন এই হেভিওয়েট বিজেপি নেতা। এবারেও তার অন্যথা হল না। প্রসঙ্গত, শুধুমাত্র দিলীপ ঘোষ নন, রাজ্যে ঘটতে থাকা ক্রমবর্ধমান আবাস দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধী দলের বহু নেতা-মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষজন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর