যোগ্য চাকরিহারাদের জন্য বিরাট সুখবর! শুরু পদক্ষেপ…খুশিতে শিক্ষক-শিক্ষিকারা

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা (SSC Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। গত মাসে এই মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যে কারণে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার মানুষের। দুর্নীতি না করা সত্ত্বেও কেন তাঁদের চাকরি গেল? এই নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে বিরাট পদক্ষেপ নিল বিজেপি (BJP)।

কলকাতা হাই কোর্ট রায়ঘোষণার পরেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, এসএসসি (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদ। দিনকয়েক আগে বাংলায় ভোট প্রচারে এসে যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রীও।

পিএম মোদী বলেছিলেন, ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহু যোগ্য চাকরিপ্রার্থী সমস্যায় পড়েছে। ওই সকল যোগ্য প্রার্থীকে কীভাবে সাহায্য করা যায় সেটা দেখার জন্য আমি বাংলার বিজেপি সভাপতিকে বলেছি। একটা লিগাল সেল এবং একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির কথা বলেছি’। এবার জানা গেল, ইতিমধ্যেই পাঁচ আইনজীবীকে নিয়ে বিজেপির লিগাল সেল তৈরি হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ‘সব ভুয়ো ভিডিও, কেউ ছাড় পাবে না’! সন্দেশখালি স্টিং নিয়ে চরম হুঁশিয়ারি অমিত মালব্যর

তিলক মিত্র, কৌস্তভ চট্টোপাধ্যায়, রাহুল সরকার, সুকান্ত চট্টোপাধ্যায় এবং সহশ্রাংশু ভট্টাচার্য- এই পাঁচ আইনজীবীকে নিয়ে লিগাল সেল তৈরি করা হয়েছে। সেই সঙ্গেই আগামী বুধবার থেকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য একটি পোর্টাল চালু হয়েছে। দরকার হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর কথা বলেছে বিজেপি।

এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপির যে লিগাল সেল আছে, তার তরফ থেকে আমরা পাঁচ সদস্যের একটি টিম তৈরি করেছি। আগামী বুধবার থেকে একটি বিশেষ পোর্টাল শুরু করা হবে। সেখানে যে পরীক্ষার্থীরা নিয়োগ হয়েছিলেন, যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা নিজেদের নাম লেখাতে পারবেন’।

SSC recruitment scam BJP will assure legal help for deserving SSC candidates says PM Narendra Modi

শমীক জানান, ‘দরকার হলে আমরা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে যত রকম আইনি সহযোগিতা করতে হয় করব’। যোগ্য চাকরিপ্রার্থীদের শুধু আইনি সহায়তা দেওয়াই নয়, বিজেপির তরফ থেকে আর্থিক খরচও বহন করা হবে বলে জানিয়েছেন তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর