তৃণমূলের মিছিল দেখেই স্কুলের বাচ্চাদের BJP জিন্দাবাদ স্লোগান! তুলকালাম কাণ্ড শিলিগুড়িতে

বাংলাহান্ট ডেস্ক : অবাক কাণ্ড শিলিগুড়িতে (Siliguri)। তৃণমূলের (TMC) মিছিলে আটকে পড়ে একটি স্কুল বাস। তখন বাসের পায় দিয়েই যাচ্ছিল মিছিল। হঠাৎই খুদে পড়ুয়ারা স্লোগান তোলে ‘বিজেপি জিন্দাবাদ’ ৷ যা শুনে প্রথমটায় হকচকিয়ে যান তৃণমূলের কর্মী সমর্থকরা। তারপরই নিজেদের কর্তব্যের কথা মনে করে মিছিলের মধ্যে থেকেই কেউ কেউ পালটা স্লোগান দিলেন বিজেপি মুর্দাবাদ।

সোমবার শিলিগুড়িতে বিজেপি’র বিরুদ্ধে মহামিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস (tmc rally in siliguri)। তৃণমূল জিন্দাবাদ, বিজেপি দেশ থেকে দূর হটো সহ নানা স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছে ঘাসফুলের মিছিল। আর তার জেরেই থমকে যায় শিলিগুড়ির হিলকার্ট রোডের সেভক মোড় ৷ সেই যানজটে আটকে পড়ে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস। হঠাৎ তৃণমূল কংগ্রেসের মিছিল দেখে বাসের ভিতরে থাকা খুদে পড়ুয়ারা ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করে।

জানা যাচ্ছে, বাংলা ভাগের এবং কেন্দ্রীয় সরকারের নানান নীতির বিরুদ্ধে এদিন মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে উপস্থিত ছিলেন উদয়ন গুহ, সায়নী ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ একাধিক নেতা-নেত্রীরা। তবে শতাধিক তৃণমূলকর্মীর স্লোগানের চেয়ে কয়েকটি বাচ্চার গলার যেন সেসময় বেশি জোরে শোনা যাচ্ছিল। তবে আর পাঁচটি ঘটনার মতো এক্ষেত্রে মিছিলকারী তৃণমূলকর্মীরা (TMC) পাল্টা ধেয়ে যাননি তাদের দিকে।

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, ‘তৃণমূলের কি অবস্থা! ওদেরকে বাচ্ছারাও অমপান করতে ছাড়ছে না। কেন হচ্ছে এগুলো সবাই বুঝতে পারছে। যত চোরগুলো একসঙ্গে হয়েছে। আজ বাচ্ছারাও এটা জানে। অপর এক বিজেপি সমর্থক জানান, ‘পাশের স্কুলের পড়ুয়া ও বাসে জামের মধ্যে দাঁড়িয়ে ছিল। তৃণমূলের মিছিল দেখে তারা চেঁচিয়ে উঠল তৃণমূল মুর্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ। বিজেপি জিন্দাবাদ। তৃণমূল কতটা বিপজ্জনক ভাইরাস তা শিশুরাও বুঝে গেছে। আগামী দিন আসছে, মানুষ এদের বিপক্ষে দাঁড়াচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর