করিমপুরে বিজেপির বড়সড় ভাঙন! জয়প্রকাশকে প্রার্থী করতেই বিজেপি ছেড়ে তৃণমূলে শতাধিক কর্মী

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন একেবারে কড়া নাড়ছে৷ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তাই এরই মধ্যে রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য তৃণমূল তো আগে থেকেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে এ বার বিজেপি প্রার্থী ঘোষণা করল৷ তিনটি কেন্দ্র করিমপুর কালিয়াগঞ্জ এবং খড়্গপুর সদর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে গেরুয়া বাহিনী৷670250 tmc 041018

তবে করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরই জোর বিক্ষোভ শুরু হয়েছে করিমপুর বিধানসভা কেন্দ্রে৷ জয়প্রকাশ মজুমদারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই রবিবার বিজেপি থেকে শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে৷ তাই বিধানসভা উপ নির্বাচনের আগে বিজেপির এই বড়সড় ভাঙন কে হাতিয়ার করছে তৃণমূল৷

রবিবার সকালে বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজেশ বিশ্বাস সহ তিন শ বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন, সাংসদ তথা করিমপুরের প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্রের উপস্থিতিতে তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন৷ দল ছাড়ার পর মোহাম্মদ রাজেশ জানিয়েছেন বিজেপির অন্দরে একাধিক সমস্যার জেরে দলে কোণঠাসা হয়ে পড়ছিলেন তিনি তাই গোষ্ঠীকোন্দলের সমস্যা থেকে বেরিয়ে আসতে বিজেপি ছেড়েছেন৷

তবে এই প্রথমবার নয় এর আগেও করিমপুর বিধানসভা এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক করেছিল কিন্তু প্রার্থীর নাম ঘোষণা হতে না হতেই এ বার বিজেপিতে ভাঙন ধরলেও৷

সম্পর্কিত খবর