বাংলা হান্ট ডেস্কঃ ব্যারাকপুর কেন্দ্রে টিকিট দেওয়া নিয়েই যত ঝামেলা! চব্বিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে অর্জুন সিংকে (Arjun Singh) টিকিট দেয়নি তৃণমূল, বরং আস্থা রেখেছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhowmick) ওপর। ব্রিগেডের জনগর্জন সভা থেকে পার্থর নাম ঘোষণা হতেই একাধিকবার জোড়াফুল শিবিরের বিরুদ্ধে সুর চড়ান অর্জুন। বিজেপিতে যোগ দেওয়ার পরেও তা অব্যাহত।
সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করেছে তৃণমূল। কথা দিয়ে কথা রাখেনি’। উনিশের লোকসভা ভোটে বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এই দুঁদে রাজনীতিক। সাংসদ হয়ে ফের ফিরে আসেন তৃনমূলে (TMC)। আশা করেছিলেন আসন্ন ভোটে তাঁকে ব্যারাকপুর (Barrackpore) থেকে দাঁড় করাবে দল। তবে এমনটা হয়নি। তৃণমূল টিকিট না দেওয়ায় ফের বিজেপিতে যোগ দেন তিনি।
ব্যারাকপুর কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা এখনও ঘোষণা করেনি পদ্ম-শিবির (BJP)। তবে অনুমান করা হচ্ছে, গতবারের জয়ী সাংসদ অর্জুনকেই ফের দাঁড় করানো হবে। যদি সত্যিই এমনটা হয় তাহলে পার্থর থেকে কোন অঙ্কে এগিয়ে থাকবেন তিনি? প্রশ্ন করা হয়েছিল অর্জুনকে। জবাবে একাধিক কারণ বলে দেন ব্যারাকপুরের সাংসদ।
আরও পড়ুনঃ গার্ডেনরিচ কাণ্ডের পর আরও কড়াকড়ি! বেআইনি নির্মাণ মামলায় বিরাট নির্দেশ হাই কোর্টের
অর্জুন সিংয়ের কথায়, রাজনীতির ময়দানে পার্থর চেয়ে বেশি অভিজ্ঞ তিনি। পাশাপাশি এও দাবি করেন, সিপিএমের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও নেই জোড়াফুল প্রার্থীর। অর্জুনের কথায়, ‘সাধারণ পরিবারের ছেলে মাত্র ১২ বছরের মধ্যে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। ২০১১ সাল থেকে রাজনৈতিক জীবন শুরু। এর আগে তো ভয়ে ভয়ে পালিয়ে বেড়াত। কখনও সিপিএমের বিরুদ্ধে লড়াই করেনি’। এখানেই না থেমে বলেন, ‘পার্থ ভৌমিক কবে রাজনীতিতে এসেছিল সেটা মমতাদিকে জিজ্ঞেস করবেন। এর আগে মেয়ের মাথায় হাত রেখে দিব্যি খেয়েছিল কখনও রাজনীতি করব না’।
বিজেপি নেতার কথায়, সিপিএমের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা পার্থর মধ্যে না থাকলেও তাঁর মধ্যে আছে। সাক্ষাৎকারে কথার সূত্রে অর্জুন জানান, পার্থ ভৌমিকের ভ্রাতৃবধূর আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল। সেই সময় সিপিএমের লোকজন তাঁর বাড়িতে চড়াও হয়। তখন পার্থর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সেই কারণে অর্জুন সিংয়ের বিশ্বাস, মানুষ পার্থ ভৌমিককে নয়, বরং তাঁকেই গ্রহণ করবে।
বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও আনেন অর্জুন। ব্যারাকপুরের সাংসদের দাবি, তাঁর কেন্দ্রের শিল্পাঞ্চল নষ্ট করা হয়েছে, একটা কারখানা নেই। মাটি অবধি বিক্রি করে দেওয়া হয়েছে। একুশের বিধানসভা ভোটে জয়লাভের পর তৃণমূল সাধারণ মানুষের ওপর নানানভাবে অত্যাচার করেছে বলেও দাবি করেন অর্জুন সিং। অপরদিকে পার্থ ভৌমিককে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ওনার যা ইচ্ছা বলুন। উনি ভালো থাকুন। আমি কোনও প্রতিক্রিয়া দিতে চাই না’।