“গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বর্তমান সরকার” ঝাঁঝালো বক্তব্য বিজেপি সংসদের, জনসভা নয় ঘরে-ঘরে প্রচারে তিনি

 

বাংলা হান্ট ডেস্ক: “সবকা সাথ সবকা বিকাশ অর সবকা বিশ্বাস” হ্যাঁ মালদার সাংসদ এভাবেই মোদির প্রশংসা করতে গিয়ে ব্যাখ্যা করলেন নিজের অভিমত । কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে টানটান উত্তেজনা অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। কিন্তু এবার শুধু ছিল সলতে পাকানোর কাজ। আর সেখানেই শাসকদল যখন একের পর এক চমক দেওয়ার জন্য তৈরি হয়ে আছে সেখানে বিজেপিও কম নয়। প্রচারের মুখ হিসেবে প্রথম থেকে উঠে এসেছে দিলীপ ঘোষ, রাহুল সিনহা মুকুল রায়, থেকে একেবারে প্রথম সারির হেড স্যারেরা।হ্যাঁ তারা কিন্তু দলীয় সমাবেশ বা জমায়েত করে ক্ষান্ত থাকেনি। গ্রামে গ্রামে ছোট ছোট জনসভা করে তুলে ধরছে বিকাশের দিক গুলি।

IMG 20191115 WA0009

পাকা বাড়ি আবাস যোজনা নিয়ে যে পরিমাণ অভিযোগ তুলছে গ্রামবাসীরা তার ব্যাখ্যা করছে সাংসদ খগেন মুর্মু। এছাড়া তিনি প্রধানমন্ত্রী গ্যাসের যোজনার যে তিনি ঘোষণা করেছিলেন তার সুফল যে অনেকেই পায় না রাজ্য সরকারের কারণে তা তিনি তুলে ধরেন। এবং যেকোন উন্নয়নমূলক প্রকল্পের কাজে দ্বিচারিতা করছে রাজ্য সরকার সে বিষয়টিকে কটাক্ষ করতে রেননি তিনি। 100 দিনের কাজের প্রকল্প কেও তিনি যে শাসকদলের একটা নেতিবাচক দিক আছে তাকেও তুলোধোনা করেন।

সম্পর্কিত খবর