রাজ্য সভাপতি নিয়ে তুঙ্গে জল্পনা! এরই মধ্যে দিলীপ বললেন, ‘পার্টি কি করবে?’

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। হাতে সময় মাত্র একবছর। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে বাংলায় হবু রাজ্য সভাপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে ব্যাপক চাপানউতর। এরই মধ্যে আচমকা ফ্রন্ট ফুটে উঠে এসেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রবীণ এই বিজেপি নেতা তাঁর পুরনো মেজাজে ফিরতেই ফের একবার মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম মেদিনীপুরের রাজনৈতিক মহল।

কীসের ইঙ্গিত দিচ্ছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

গতকাল শুক্রবার খড়গপুরে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়েছিলেন দিলীপ (Dilip Ghosh)। অন  ক্যামেরাতেই স্থানীয় মহিলাদের সাথে জোর গলায় বেলাগাম মন্তব্য করেছিলেন তিনি। এরপর তাঁর করা সেই মন্তব্যের প্রতিবাদে তাঁর বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে হাজির হয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর পাল্টা রাস্তায় নামে বিজেপিও। তবে দিলীপ ঘোষের কাছে তাঁর মেজাজই শেষ কথা। তাই দাপুটে এই বিজেপি নেতার স্পষ্ট জবাব,’দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে। দিলীপ ঘোষ কারও কাছ থেকে এক কাপ চা কিনে খায় না। নেব না, দেবও না কিন্তু কাউকে ছাড়ব না।’

এখানেই শেষ নয়, এদিন খড়গপুর থেকে আরও একবার চেনা মেজাজে ধরা দিয়েছিলেন দিলীপ। সুর চড়িয়ে প্ৰাক্তন রাজ্য সভাপতির ধমক, ‘যাঁরা লেজ গুটিয়ে বউয়ের আঁচলের তলায় বসে থাকে আমাকে তাঁরা সার্টিফিকেট দিচ্ছে। যাঁরা জীবনে কোনওদিন বাড়ির বাইরে বের হয়নি, চমকে দিলে পেচ্ছাব করে ফেলে তাঁরা আমাকে সার্টিফিকেট দেবে!’

আরও পড়ুন: কিসের বঞ্চনা! কেন্দ্রের বরাদ্দ সত্ত্বেও আটকে বাংলার রেল প্রকল্পের কাজ, মমতাকে জোর আক্রমণ মালব্যের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন একেবারে ‘রাফ অ্যান্ড টাফ মুডে’ দিলীপ ঘোষ আরও বললেন,’দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি কী ব্যবস্থা নেবে! পার্টি লাগে না। এসব বেয়াদপি করতে এলে বাড়ি থেকে টেনে বার করে রাস্তায় এনে পিটব। সে যত বড়ই নেতা হোক। দিলীপ ঘোষ কারও বাপের খায় না, কারও জমিদারিতে পা দেয় না। রাজনীতি করতে হলে ভালভাবে করো। খড়গপুর কারও বাপের জমিদারি নয়।’

অতীতে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতির পদ আলোকিত করলেও বিগত বেশ কয়েকমাস ধরে বঙ্গ রাজনীতি থেকে খানিকটা ব্যাকফুটে ছিলেন দিলীপ। শেষ লোকসভা ভোটে দুর্গাপুর থেকে দাঁড়িয়েও তাঁকে হার মানতে হয়েছিল তৃণমূলের কীর্তি আজাদের কাছে। তবে বিগত কয়েকদিন ধরে আবার স্বমহিমায় ফিরে এসেছেন এই বিজেপি নেতা। প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে শুধু বিরোধীদের বিরুদ্ধেই নয়, বেশ কয়েকবার অকপটে  সমালোচনা করেছেন নিজের দলেরও। যা নিয়ে একসময় ব্যাপক জলঘোলাও হয়েছিল। 

Dilip Ghosh

খড়গপুরে শুক্রবার একটি রাস্তার উদ্বোধনে গিয়ে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। এদিন এলাকাবাসী একজোট হয়ে তাঁর কাছে জানতে চান, কেন তিনি সাংসদ, বিধায়ক না হয়েও রাস্তার উদ্বোধন করছেন। তাতেই মেজাজ হারান দিলীপ। পুরনো ঢঙেই সুর চড়িয়ে বলেন, ‘ দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘোরে। প্রত্যেকটা লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি। এত বছরের কাউন্সিলর থাকতে কিছু করেনি, বিধায়ক থাকতে কিছু করেনি। সে বলছে আমি রাস্তা বানিয়েছি। বোর্ডে লেখা আছে মাননীয় সাংসদ দিলীপ ঘোষ। মানুষ ঘাসে মুখ দিয়ে চলে? ওখানে বেহায়ার মতো মিছিল করছে। দম থাকলে ড্রেনটা করে দেখা। দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর