‘উনি তো একটু এদিক-ওদিক করেন’! এবার BJP-র ‘এই’ নেতাকে নিয়েই বিস্ফোরক দিলীপ ঘোষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2026)। তার আগে ‘ফুল ফর্মে’ রয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে সরব হয়েছেন তিনি। এবার যেমন বিজেপিরই (BJP) এক নেতাকে একাধিকবার দলবদল করা নিয়ে খোঁচা দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ‘উনি তো একটু এদিক-ওদিক করেন, তার জন্য কর্মীদের পক্ষে সমস্যা হয়ে যায়’, বলেন পদ্ম নেতা।

কোন বিজেপি নেতাকে নিয়ে এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

সম্প্রতি ভাটপাড়া গুলিকাণ্ডে অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর আদালত। ইতিমধ্যেই এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তিনি আগেই দাবি করেছিলেন, মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করে তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে! এর আগেও তৃণমূল সরকার ও রাজ্য পুলিশের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ এনেছিলেন অর্জুন। এই নিয়ে তাঁর পাশে দাঁড়ালেও খানিক খোঁচা দিলেন দিলীপ।

বিজেপি নেতা বলেন, ‘যেদিন থেকে বিজেপিতে এসেছেন অর্জুন সিং, সেদিন থেকেই পুলিশ তাঁর পিছনে লেগে রয়েছে। একবার এসপি ৫৬টি গাড়ি নিয়ে ওনার বাড়িতে হামলা করেছিল। আসলে বিরোধী কাউকে থাকতে দেবে না। যার একটু শক্তি রয়েছে, তাঁকে শেষ করার চেষ্টা। ওকে নিশানা করেছে ওরা। অর্জুনকে রাজনীতি করতে দেবে না। তবে উনি লড়ে আসছেন, দল ওনার সঙ্গে রয়েছে’।

আরও পড়ুনঃ অভিষেকের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ! ববির ইলেকশন পিটিশন মামলা থেকে সরলেন বিচারপতি

দিলীপ (Dilip Ghosh) দাবি করেন, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে শতাধিক মিথ্যে মামলা রয়েছে সেটা সবাই জানে। এমনকি একথা আদালতেরও অজানা নয়। এর বিরুদ্ধে অর্জুন তো লড়ছেনই, দলও লড়বে বলে জানান পদ্ম নেতা।

dilip ghosh

তবে বারবার অর্জুন সিংকেই (Arjun Singh) কেন নিশানা করা হচ্ছে? এর উত্তরে ঘুরিয়ে যেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকেই খোঁচা দেন দিলীপ। তিনি বলেন, ‘উনি তো একটু এদিক-ওদিক করেন, তার জন্য কর্মীদের পক্ষে সমস্যা হয়ে যায়। অর্জুন সিংয়েরও স্ট্যান্ড ঠিক করা দরকার’।

উল্লেখ্য, একদা তৃণমূলের অংশ ছিলেন অর্জুন সিং। উনিশের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। পদ্ম প্রার্থী হিসেবে ব্যারাকপুরে জয়ী হওয়ার পর আবার তৃণমূলে ফিরে আসেন। কয়েক বছর থাকার পর চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ফের গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। অর্জুনের একাধিকবার দলবদল নিয়েই এদিন খোঁচা দেন দিলীপ (Dilip Ghosh)। ‘স্ট্যান্ড ঠিক করা দরকার’, স্পষ্ট বলেন বিজেপি নেতা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X