বাংলা হান্ট ডেস্কঃ মাসখানেক হল সাত পাকে বাঁধা পড়েছিলেন মা। নিমেষের মধ্যে সেই আনন্দের রেশ বিষাদের সুরে পরিণত হল! দিলীপ ঘোষ (Dilip Ghosh), রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) বিয়ের মাসখানেকের মাথাতেই রহস্যমৃত্যু হল রিঙ্কুর আগের পক্ষের ছেলের প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের। মঙ্গলবার সকালে শাপুরজির আবাসন থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বলে খবর। বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দিলীপ (Dilip Ghosh)-রিঙ্কুর বিয়ে নিয়ে কী বলেছিলেন প্রীতম?
গত এপ্রিল মাসে ঘরোয়া অনুষ্ঠানে কাছের মানুষদের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েছিলেন দিলীপ-রিঙ্কু। সেই অনুষ্ঠানে না থাকলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন রিঙ্কু-পুত্র প্রীতম। দিলীপের মতো ভালো মানুষকে মা জীবনসঙ্গী হিসেবে পাওয়ায় তিনি ভীষণ খুশি বলে জানিয়েছিলেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন প্রীতম। বিধাননগর কমিশনারেটের অধীন টেকনো পিসি অঞ্চলের শাপুরজির একটি আবাসনে থাকতেন তিনি। মঙ্গলবার সেখান থেকেই বছর ছাব্বিশের প্রীতমের অচৈতন্য দেহ উদ্ধার হয় বলে খবর।
আরও পড়ুনঃ ভারত-পাকিস্তানের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা ট্রাম্পের! কোন অধিকারে? বড় পদক্ষেপ কংগ্রেসের
দিলীপ-রিঙ্কুর বিয়ের সময় প্রীতম বলেছিলেন, ‘দিলীপ ঘোষের মতো একজন ভালো মানুষের সঙ্গে আমার মা বাকি জীবন কাটাবে, আমি তাতে ভীষণ খুশি’। সেই সঙ্গেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমার মা খুশি, সেই কারণে আমিও ব্যক্তিগতভাবে আনন্দিত। গত অনেক বছর পরিবারের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব পালন করেছে মা। আমি নিজের কাজে ব্যস্ত থাকি, সময় দিতে পারি না। মা নিজের ব্যক্তিগত জীবনে এই সিদ্ধান্ত নেওয়ায় আমি অত্যন্ত খুশি’।
প্রীতম সেই সময় জানিয়েছিলেন, তিনি ও তাঁর মা একে অপরকে ভীষণ ভালোবাসেন। সবসময় মায়ের পাশে থাকার কথাও বলেছিলেন। কিন্তু মাসখানেকের মধ্যেই রহস্যমৃত্যু হল তাঁর!
হাসপাতাল সূত্র উদ্ধৃত করে একটি মিডিয়া রিপোর্ট বলছে, প্রীতমের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, সেটা নিয়ে ধন্দ রয়েছে। শাপুরজির আবাসনে প্রীতম একা থাকতেন নাকি অন্য কেউও থাকতেন সেটাও এখনও জানা যায়নি বলে খবর।
জানা যাচ্ছে, দিলীপ-ঘরণী (Dilip Ghosh) রিঙ্কুর ছেলের মৃত্যু নিয়ে এখনও পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। প্রীতমের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ আরজি করে নিয়ে যাওয়া হবে বলে খবর।