মদ মজুত করে চড়া দামে বিক্রি করছিল বিজেপি নেতা, হলেন গ্রেফতার

Published On:

বিভিন্ন জায়গায় করোনা পরিস্থিতিতে কালোবাজারি করার ঘটনা সামনে এসেছে। বিশেষ করে খাবার এবং রেশন নিয়ে। কিন্তু এরপরে একটাই জিনিস এখন সবাই চাইছে তাই হলো মদ। আর তাও অনেকে কালোবাজারি করেছে। আর এই অপরাধে বিজেপির যুবনেতাকে গ্রেপ্তার করল পুলিশ।

ঐ বিজেপি নেতা পল্টু হালদার, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর উনাই এলাকার বাসিন্দা। অনেক দিন ধরেই নাকি সে এভাবেই মদ বিক্রি করছিলো। বুধবার রাতে বনগাঁ থানার পুলিশ তার বাড়িতে হানা দেয়। জানা গেছে সূত্র মারফত খবর ছিলো আগেই। আর তার বাড়ি থেকে ১০ বোতল বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়।

করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় ষোলো হাজার কি তার বেশী।মহকুমার গাড়াপোতা, মালিপোতা, সিন্দ্রানি, কালুপুর, ছয়ঘরিয়া, সুন্দরপুর, গোপালনগর, ঠাকুরনগর, গাইঘাটা-সহ বিভিন্ন এলাকায় দোকানে। এরকম বহু জায়গায় অনেক দিন ধরেই চলছে কালো বাজারি।করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর এই সময় যে জা পারছে করছে বেশি দাম নিচ্ছেন কেউ মজুত করেছে লক ঠকাচ্ছ।

সম্পর্কিত খবর

X