বাংলাহান্ট ডেস্কঃ বিজেপি নেতা কপিল মিশ্রা (Kapil Mishra) হায়দ্রাবাদে ৭ ই মার্চ রবিবার ডিজিটাল হিন্দু কনক্লেভে যোগ দিয়েছিলেন। এই সভা থেকে তিনি প্রধানমন্ত্রী মোদী এবং যোগী আদিত্যনাথের নেতৃত্ব, হিন্দু সমাজের স্থিতিস্থাপকতা, শাহিনবাগের বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে নিজের মূল্যবান বক্তৃতা দিয়ে দর্শকদের মন জয় করে নেন।
এই সভার মূল আকর্ষণ ছিল কপিল মিশ্রার তীব্র ভাষণ। প্রধানমন্ত্রী মোদী এবং যোগী আদিত্যনাথের নেতৃত্বকে যারা আক্রমণ করতেন, তাদের তুলোধোনা করা থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধন আইন পাসের প্রতিবাদে দিল্লীর ব্যস্ত রাস্তায় নাগরিকদের প্রতিবাদ সবকিছু মিলিয়ে তাঁর আগুন ঝড়ানো বক্তৃতা সকলের নজর কেড়েছিল।
अरे तुम्हें मिलती होगी कुदरती बिरयानी
हम तो मेहनत करके खाते हैजो केवल वोट देता है और पांच साल शांति से अपना काम धंधा करता है, क्या उसका कोई अधिकार नही होगा इस देश में ? pic.twitter.com/c6bpDxNY7H
— Kapil Mishra (@KapilMishra_IND) March 9, 2021
শাহিনবাগের বিক্ষোভের সময় এক বিক্ষোভকারীকে সংবাদ সংস্থা থেকে প্রশ্ন করা হয়েছিল- ‘এই যে এখানে এত মানুষ আপনারা প্রতিবাদ করছেন, আপনাদের খাবার কোথা থেকে আসছে?’ উত্তরে সেই ব্যক্তি জানিয়েছিলেন, ‘এসব আল্লাহর চমৎকার। আমরা টাকা পয়সার বিষয়ে কিছু জানি না। রাতে আমাদের জন্য দেখতাম একটা জায়গায় খাবার রাখা থাকত, সেখান থেকেই আমরা খাবার ভাগ করে খেতাম’।
এই বিষয়কে টেনে এনে কপিল মিশ্রা আক্রমণ করে বলেন, ‘তোমরা হয়ত প্রকৃতির থেকে খাবার পাচ্ছ, কিন্তু আমাদের কষ্ট করে খাবার জোগাড় করতে হয়। যে ব্যক্তি ৫ বছর শান্তিতে দেশের জন্য কাজ করছে, তাঁর কি দেশের উপর কোন অধিকার নেই?’
ये तो सिर्फ अंगड़ाई है, चाय वाले का बिगाड़ क्या लोगे, योग वाले का उखाड़ क्या लोग- @KapilMishra_IND pic.twitter.com/oP80kmz64A
— TheRitamApp | द ऋतम् एप (@TheRitamApp) March 9, 2021
কপিল মিশ্রা আরও বলেন- যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকাল মেনে নিতে পারছেন না, তাহলে যদি যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসেন, তখন তাদের অবস্থা আরও কাহিল হয়ে পড়বে। তাঁর কথায়- ‘এই চাওয়ালার (নরেন্দ্র মোদী) সঙ্গেই মানিয়ে নাও, যদি ওই গাইওয়ালাকে (যোগী আদিত্যনাথ) আসতে হয়, তাহলে কিন্তু তোমরা সহ্য করতে পারবে না’।