এবার মমতার মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’!

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে মুখোমুখি হবেন টলিউডের দুই নায়িকা! এবার ভোট ময়দানে লড়াইয়ে নামবেন একদা সতীর্থ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এবং রচনা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট। আর প্রচারে বেরিয়েই রাজ্যের মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) আক্রমণ করেন তিনি।

অভিনেত্রী থেকে এখন নেত্রী হয়ে উঠেছেন লকেট। গত কয়েক বছরে বাংলার রাজনীতির অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ‘ঝাঁঝালো’ কথা বলতে কখনও পিছপা হন না হুগলির সাংসদ। এবার সেই লকেটের নিশানায় তৃণমূল (TMC) নেতা ইন্দ্রনীল সেন। শুক্রবার সকালে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি (BJP) নেত্রী। ভদ্রেশ্বরে দাঁড়িয়ে নাম না করেই ইন্দ্রনীলকে আক্রমণ করেন তিনি।

লকেট বলেন, এখানে গায়ক আছে, বিধায়ক না গায়ক! মঞ্চে মঞ্চে গান করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দ দিয়ে বেড়ান। এদিকে মানুষের সেবা করেন না, দুর্নীতিতে যুক্ত। এখানেই না থেমে তিনি অভিযোগ করেন, চন্দননগরের বুকে চারিদিকে বড় বড় রিসর্ট বানিয়েছেন। মোহর বানিয়েছেন। কোথা থেকে মোহর আসছে তা জানা আছে বলে দাবি করেন বিজেপি নেত্রী। চন্দননগরের মানুষ, ভদ্রেশ্বরের মানুষ এর জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ প্রাথমিকের নিয়োগ নিয়ে বড় আপডেট দিল SSC, কাদের খুলছে কপাল?

তাহলে কি নাম না করেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ আনতে চাইছেন লকেট? হুগলির সাংসদ বলেন, এই টাকা কোথা থেকে আসছে, কারা এই টাকা দেয় সেই তথ্য ইডি-সিবিআইয়ের কাছে রয়েছে। যখন চন্দননগরের ঘরে ঘরে সিবিআই-ইডি রেড করতে হানা দেবে তখন বোঝা যাবে কার ঘরে কত টাকা আছে।

locket chatterjee indranil sen

প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবারের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে, নির্বাচনের প্রাক্কালে কার্যত এই বার্তাই দিয়েছেন তিনি। তবে লকেটের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও আছে! হুগলির সাংসদকে এলাকায় দেখা যায় না, মাঝেমধ্যেই কানে আসে এমন অভিযোগ। যদিও সেসব বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ বিজেপি নেত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর