বাংলাহান্ট ডেস্ক : ফের বিজেপি কর্মীর (BJP)বিরুদ্ধে রেশনের চাল গোপন করে গুদামে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। এবারের ঘটনাস্থল নদিয়া(Nadia) । নদিয়ার ধানতলা থানা এলাকার দত্তপুলিয়া বিজেপি কর্মী ননী সাহা নামক এক ব্যক্তির চালের গুদামে ছিল রেশনের বিপুল পরিমান চাল।২৫ কেজির এই বস্তা ছিলো ওই গুদামে আর এই চাল খোলা বাজারে বিক্রি করার হয়েছে। রেশন সুবিধাপ্রাপ্তদের এই চাল পাওয়ার কথা কিন্তু গত শনিবার গুদাম থেকে এফসিআই ছাপ দেওয়া বস্তা থেকে অন্য বস্তায় চাল ঢালা হচ্ছে এই দৃশ্য চোখে পড়ে স্থানীয় লোকজনের।
ঘটনাটি ঘটেছে নদিয়ার একটি গ্রামে
আর এই ঘটনার পর পলাতক ননী সাহা। ইতোমধ্যে সিল করে দেওয়া হয়েছে ওই গুদাম। এদিকে পুলিশ এখনো খুঁজে বেড়াচ্ছে ননী সাহকে। ননী সাহা তাঁদের দলের কেউ নন। সাধারণ কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বিজেপি দলের কর্মীরা। আর এরমধ্যে বিজেপি উল্টে নিশানা দাগিয়ে জানান গোটা ঘটনাটাই তৃণমূলের চক্রান্ত।
এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার লোক
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন জানিয়েছেন তারা ননী সাহার কঠোর শাস্তি চায়। কারণ সামনে কাঠের গোডাউন আর পেছনে দিয়ে এরকম অবাধ কারবার চলছিল অনেকদিন ধরে, চালের বস্তা গোডাউনের পিছন নিয়ে যাওয়া হতো।
এর আগে কয়েকশো কুইন্টাল রেশনের চাল উদ্ধার হয়েছিল জলপাইগুড়ির বানারহাটের বিজেপি পার্টি অফিস থেকে যা আর সেই নিয়েও কম জলঘোলা হয়নি। আর এবার আবার নদিয়াতে এসব হয়।
দুইদল দুই দলকে দুষছে
বঙ্গ বিজেপি নেতৃত্বের অভিযোগ, রেশনের চাল নিয়েও দুর্নীতি করছে শাসক দল তৃণমূল। আর তৃণমূল অভিযোগ করছে বিজেপি এসব কাজ করছে। বিজেপি জানায় বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা রেশনের চাল লুঠ করছেন। আর এসবের মাঝখানে বলি হচ্ছে রাজ্যের আম জনতা।