বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা তিনি। আর তার ওপরেই কিনা চলছে নজরদারি! শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গতিবিধি নজরদারির জন্য মোতায়েন সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)? এই অভিযোগেই আজ একজনকে হাতেনাতে ধরলেন শিশির পুত্র। সিভিক বসিয়ে গোপনে তার গতিবিধি নজরদারি করা হচ্ছে বলে ট্যুইটে (Tweet) বিস্ফোরক অভিযোগ তুলে সরব নন্দীগ্রামের বিধায়ক। জুড়ে দিলেন ভিডিও।
এদিন টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, ‘আমার গতিবিধি জানতে নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার। যাত্রাপথে ডিটেকশন ডিভাইস বসিয়ে গোপনে চলছে নজরদারি। আড়ালে যন্ত্র বসিয়ে আমার গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার মামলা করার ষড়যন্ত্র চলছে। পূর্ব মেদিনীপুর জেলায় এক মাস যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু কতজন জানেন? সিভিক ভলান্টিয়ারদের দিয়ে মোবাইল ফোনে আমার কনভয় যাওয়ার রেকর্ডিং করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে সিভিক ভলান্টিয়ারদের অপব্যবহার করা হচ্ছে’।
পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে সরাসরি নিশানা করে শুভেন্দুর অভিযোগ, ’জাতীয় সড়কেও পুলিশের গাড়ির আড়ালে গতি মাপার যন্ত্র রেখে আমার বিরুদ্ধে আইন ভাঙার মামলা করতে উঠে পড়ে লেগেছেন জেলার এসপি অমরনাথ’।
বিরোধী দলনেতার দাবি, ‘সিভিক ভলান্টিয়ারদের ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হচ্ছে আমার গতিবিধি নজরদারির জন্য। আমার যাত্রাপথে তারা নিজেদের মোবাইলে ছবিও তুলছে। যা কলকাতা হাইকোর্টের সিভিক ভলান্টিয়ারদের জন্য গাইডলাইন নির্দেশিকা বিরোধী’।
Mamata Police how kiddish?
Why this hide & seek?You & your political overseer have tried to put me in jail but failed miserably. You constantly deny permission to hold my political programs, but thanks to Hon'ble Courts, eventually the programs are held & they become super… pic.twitter.com/c9PHetSpDK
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 1, 2023
নিজের টুইটার থেকে এদিন বিরোধী দলনেতা যেই ভিডিও পোস্ট করে তাতে দেখা যাচ্ছে, শুভেন্দু নিজের গাড়ি থেকে নেমে তার বিরুদ্ধে লাগাতার পুলিশ কিভাবে গোপন নজরদারি চালাচ্ছেন তার বর্ণনা দিচ্ছেন। হাতেনাতে পাকড়াও করে এক সিভিক ভলান্টিয়ারকে ক্যামেরার সামনে আনেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে সেই সিভিকের কাছে তার আইকার্ডও নেই। কোর্টের নির্দেশ অমান্য করে এসব কাজ করছেন বলে ওই সিভিককে সতর্কও করে দেন বিরোধী দলনেতা।