বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে আজ ‘আন্ধকারে ডুবল’ রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীদের ভবিষ্যৎ। গত বছর অর্থাৎ ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে নির্দেশ দিয়েছিল সেই রায়কে বহাল রেখে আজ ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। যদিও এই পরিস্থিতিতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সবাইকে আশ্বস্ত করে বলেছেন, ‘ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না।’ কিন্তু প্রশ্ন হল সমাধান সূত্র কোথায়? এবার মমতাকে সেই উপায় বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মমতাকে চাকরিহারাদের পাশে থাকার উপায় বলে দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)
২৬ হাজার বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের সাথেই চাকরি হারিয়েছেন যোগ্য প্রার্থীরাও। তারপর আজ সকাল থেকেই সব দায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপিয়ে সুর চড়াতে শুরু করেছে রাজ্যের বিরোধী শিবির। এমনিতে সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজনীতির অলিন্দে শাসক-বিরোধীদের দায় নিয়ে ঠেলাঠেলি নতুন নয়। তাছাড়া বছর ঘুরলেই রাজ্যে ২৬-এর বিধানসভা নির্বাচন। তাই এই সুযোগটাকে হাতিয়ার করেই এবার বাংলায় নিজেদের ঘাঁটি শক্ত করতে মরিয়া গেরুয়া শিবির।
আরও পড়ুন: যোগ্যদের জন্য আদালতে যাবে BJP, তবে..! চাকরিহারাদের জন্য আশ্বাসবাণী শুভেন্দুর
আসন্ন নির্বাচনের সেই প্রসঙ্গ টেনে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রতিশ্রুতি দিয়েছেন, ২৬ এর নির্বাচনের পর বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। আর তারপরেই তাঁরা যোগ্য প্রার্থীদের জন্য আদালতে যাবেন। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারীও। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের সুরে জানিয়েছেন চাকরি হারাদের পাশে থাকার উপায়। বিরোধী নেতা জানিয়েছেন চাকরিহারাদের পাশে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রিলিফ ফান্ডের টাকা থেকে বেতন দেওয়ার ব্যবস্থা করতে পারেন।
শুভেন্দুর (Suvendu Adhikari) কথায় এদিন উঠে এল সারদা এবং রোজভ্যালির প্রসঙ্গ। তিনি বললেন, ‘যখন চিটফান্ডের কারণে কিছু কিছু চ্যানেল বন্ধ হয়ে গেছিল, তখন সাংবাদিকদের নিজের রিলিফ ফান্ডের টাকা থেকে বেতন দিয়েছিলেন। আপনি জানতেন চিটফান্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, তাই দিয়েছিলেন।’ সবশেষে বিরোধী দলনেতার খোঁচা, ‘এবার প্রায় ১৯ হাজার যোগ্য চাকরিহারাদেরও সেই রকম বেতন দিন। যাতে তাঁরা অর্থকষ্টে না ভোগেন।’ একইসাথে এদিন শুভেন্দু জানিয়েছেন ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় ‘সুপ্রিম রায়’কে ইস্যু করেই, রামনবমীর পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে পথে নামবেন তাঁরা।