বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) শেষ মুহূর্তের প্রস্তুতি। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে নির্বাচন। শাসক বিরোধী সকলেই এখন শেষমুহূর্তের প্রচারে ব্যস্ত। বাংলাতেও উঠেছে নির্বাচনী প্রচারের ঝড়। জেলায় জেলায় নেতা কর্মীদের সাথে চলছে বৈঠক। অন্যদিকে রাজ্যে এসে একটার পর একটা সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)।
এই যেমন সদ্যই কোচবিহারের নাটাবাড়িতে বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়ে নিজের পুরনো দলকে একটার পর একটা তোপ দাগলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সভামঞ্চে উঠে এল সন্দেশখালির (Sandeshkhali) কথাও। নির্যাতিতা মহিলাদের প্রসঙ্গ উঠতেই ভাবুক হয়ে উঠলেন বিরোধী দলনেতা। থেকে থেকে চোখ মুছতেও দেখা গেল তাকে।
উল্লেখ্য যে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এর আগেও একাধিক সভা করেছেন শুভেন্দু। রাজ্যস্তরের বিজেপি নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয়স্তরের নেতামন্ত্রীরাও অংশ নিচ্ছেন সেইসব সভায়। গত বুধবারও বিজেপির সেই বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিনও একটার পর একটা তোপ দেগেছেন রাজ্যের শাসকদলকে। সেই রেশ কাটতে না কাটতেই আজ ফের একবার কোচবিহারের নাটবাড়ির বিজয় সংকল্প সভা থেকে একহাত নিলেন তৃণমূলকে।
আরও পড়ুন : সরে গেলে পথের কাঁটা! KKR-র জন্য চরম সুসংবাদ, আগামী ম্যাচে জয় নিশ্চিত শ্রেয়সদের
একই সাথে তার গলায় উঠে এল সন্দেশখালির অত্যাচারিত মহিলাদের কথা। দ্বীপাঞ্চলের মায়েদের অত্যাচারের কথা সামনে আসতেই শুভেন্দুর চোখ ভরে এল জলে। শুভেন্দু বলেন, আগামি লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গ থেকে সাফ হয়ে যাবে তৃণমূল। সেই সাথে মঞ্চে সন্দেশাখালির মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জয় ভবানী, জয় শিবাজী। এই মায়েরা যে লড়াই করেছেন, এই শক্তিস্বরূপাদের লড়াইকে বৃথা যেতে দেবেন না।’
আরও পড়ুন : IPL-র মাঝেও পর্ণা-ফুলকির ধুন্ধুমার লড়াই, জলসাকে মাত দিতে জি বাংলার বিরাট চাল, TRP তে বড় ধামাকা
শুভেন্দুর সংযোজন, ‘আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম আগে। মমতা ব্যানার্জি যেন ভাতা দিয়ে কিনতে না পারে। কথা দিচ্ছে বিরোধী দলনেতা। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে, পরের মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব। ৩ হাজার করে টাকা দেব। বিজেপি ক্ষমতায় এলে যারা মিথ্যা মামালায় জেল খেটেছে তাদের মামলা প্রত্যাহার করা হবে।’ সেই সাথে তাদের ৫ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।