ভোটের মাঝেই ফের ‘ডেডলাইন’ শুভেন্দুর! এবার কিসের হুঙ্কার? তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মহিষাদলে প্রচারে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তমলুকের বিজেপি (BJP) প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচার করতে এসেছেন তিনি। সেখানে দাঁড়িয়ে ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক। সেই সঙ্গেই ফের একবার তৃণমূলের ‘ডেডলাইন’ বেঁধে দিলেন তিনি।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আবহে সম্প্রতি আবাস যোজনার টাকা দেওয়ার নিয়ে বড় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ডিসেম্বর মাসের মধ্যে টাকা দেওয়ার কথা বলেছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো। তবে এদিন শুভেন্দু দাবি করেন, ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কথা বললেও, ততদিন অবধি তৃণমূল টিকবে না!

মহিষাদলে প্রচারে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘কবে টাকা পাবেন? ডিসেম্বরে। ততদিনের মধ্যে আমরা পিসি-ভাইপোকে ডকে তুলে দেব। থাকবেই না। এই ভোটের পর তৃণমূল থাকবে না। এটা আমি বলছি না, মোদীজি বলেছেন। ধূপগুড়িতে তিনি বলেছেন, তৃণমূলের অর্ধেককে জেলে ভরেছেন, তৃতীয়বার জেতার পর বাকিদেরও জেলে ভরবেন’।

আরও পড়ুনঃ স্কুল বাঙ্ক করার দিন শেষ! এবার নতুন পদ্ধতিতে নেওয়া হবে অ্যাটেনডেন্স, স্বস্তি অভিভাবকদের

যদিও এই প্রথম নয়, এর আগেও তৃণমূলের জন্য ডিসেম্বর মাসের ‘ডেডলাইনে’র কথা বলেছিলেন শুভেন্দু। লোকসভা ভোটের প্রথম দফার ভোটগ্রহণের আগে তিনি দাবি করেছিলেন, এবারের লোকসভা ভোটে যে ফলাফল হবে, তাতে বিজেপিকে আর দেড় বছর অপেক্ষা করতে হবে না। বরং তার আগেই বাংলার সরকার পড়ে যাবে, এখানে ডাবল ইঞ্জিন সরকার চালু হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। আজ ফের সেকথা শোনা গেল নন্দীগ্রামের বিধায়কের মুখে।

তৃণমূল ‘ডেডলাইন’ বেঁধে দেওয়ার পাশাপাশি এদিন নাম না করে তৃণমূল সুপ্রিমো মমতাকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা। মোদীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘মাফলার গিয়েছে, এবার পালা হাওয়াই চটির’।

bjp leader suvendu adhikari

প্রসঙ্গত, অতীতেও একাধিকবার শুভেন্দু সহ বিজেপি নেতৃত্বের মুখে ডিসেম্বর মাসের ডেডলাইনের কথা শোনা গিয়েছে। গত বছর বীরভূমে গিয়েও একথা বলেছিল তাঁরা। শুভেন্দু বলেছিলেন, ‘ডিসেম্বর মাস তৃণমূল নেতাদের জন্য ভয়ঙ্কর হতে চলেছে’। ভোটের আবহে ফের একবার এমনই দাবি করলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর