হঠাৎ রাজনীতি ছেড়ে সন্ন্যাস নেওয়ার ঘোষণা শুভেন্দুর! লোকসভার আগেই কি এমন হল…

বাংলা হান্ট ডেস্কঃ ফের বঙ্গ রাজনীতিতে চ্যালেঞ্জ গেম! বিগত কয়েক মাসে একাধিক বার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে শোনা গিয়েছে একাধিক চ্যালেঞ্জ। সেই নিয়ে এখনও চর্চা চলে। এরই মধ্যে এবার শুভেন্দু ছুঁড়ে দিলেন নিজের রাজনৈতিক জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ।

যেমন সেমন নয়, এবার সরাসরি রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শিশির পুত্র। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে প্রকাশ্যে শাসক দল তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক। শুধু তাই নয়, পাশাপাশি তিনি এও বলেন যদি সেই চ্যালেঞ্জে তিনি জয় হাসিল করতে না পারেন তাহলে রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন।

ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা? নিজের গড় নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সময় বলেন, ‘তৃণমূল টাকা দিয়ে দল ভাঙানোর খেলা খেলে চলেছে। তবে কিভাবে খেলতে হয় তা আমার জানা আছে।’

আরও পড়ুন: এবার গোটা নন্দীগ্রামে শুভেন্দুর রাজ! এমন কাণ্ড হলো অবাক সকলে…

এরপরেই তার মুখে উঠে আসে আসন্ন লোকসভা নির্বাচনের প্রসঙ্গ। সেই সেই ইস্যু উঠতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু বলেন, “আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে ৩ লাখের বেশি এবং তমলুক লোকসভা কেন্দ্রে ২ লাখের বেশি ভোট বিজেপি প্রার্থীদের জেতাতে না পারি, মোদীজির হাতে তুলে দিতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব।”

আরও পড়ুন: তৃণমূল ভার্সাস তৃণমূল! শাসকদলের সংঘর্ষে এলোপাথাড়ি গুলি, চোপড়ায় গুলিবিদ্ধ ১৪

suvendu

বিরোধী দলনেতার এই ‘বিস্ফোরক’ মন্তব্যের পরই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। প্রসঙ্গত, এর আগেও ২০২১ সালেও বিরাট চ্যালেঞ্জ নিয়েছিলেন বিরোধী দলনেতা। বিধানসভা নির্বাচনের সময় তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছিলেন নন্দীগ্রামে তার বিপরীতে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন। যদিও তা আর করতে হয়নি। বিধানসভায় তৃণমূল সুপ্রিমোকে হারিয়ে তিনিই জিতেছিলেন। এবার লোকসভার আগেও বিরাট চ্যালেঞ্জ মাথায় তুলে নিলেন শুভেন্দু। বাকি কি হয় সেই উত্তর সময় দেবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর