বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের (State Government) বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দুর দাবি, করোনাকালে কেন্দ্রের পাঠানো ১০০০ কোটি টাকা চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনাকালে কোভিড সরঞ্জাম কেনায় বিপুল আর্থিক দুর্নীতিতির অভিযোগ তুলে ইডি, আয়কর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিলেন নন্দীগ্রাম বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন শুভেন্দু।
‘কোটি কোটি টাকা চুরি করেছে রাজ্য সরকার’
চিঠিতে শুভেন্দুর অভিযোগ, ‘কোভিড অতিমারীর সময় বাংলায় পিপিই কিট এবং অন্যান্য চিকিত্সা সরঞ্জাম কেনার জন্য রাজ্যকে বিপুল আর্থিক সাহায্য করেছিল কেন্দ্রীয় সরকার। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সেই তহবিল থেকে কোটি কোটি টাকা চুরি করেছে।’
শুভেন্দুর দাবি, করোনাকালে কেন্দ্রের পাঠানো পিএম কেয়ার তহবিলের কোটি কোটি টাকা সরিয়েছেন রাজ্য সরকারি আধিকারিকরা। যা পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে গিয়েছে।
ইডি, আয়কর, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রককে চিঠি
চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু লেখেন, ‘ আমি ইডি, আয়কর, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রককে চিঠি দিয়েছি। এই কেলেঙ্কারির তদন্ত যাতে সঠিকভাবে হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে সেই দাবি করছি।’
আরও পড়ুন: ‘জ্যোতিপ্ৰিয় কেমন আছেন?’, প্রশ্ন শুনেই হাসি শুরু চিকিৎসকদের, শুধুই বললেন, ‘কিছু বলার নেই’
ওদিকে শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুর থেকে শুভেন্দু বলেন, ‘ পিএম কেয়ারের টাকা কী ভাবে স্বাস্থ্য দফতর ২০ -২১এ লুঠ করেছে তার প্রমাণ আজকে আমি ভারত সরকারের স্বাস্থ্য সচিবকে দিয়েছি। ৫ হাজার কোটি টাকা ভারত সরকার দিয়েছে। ১০০০ কোটি টাকা মমতা ব্যানার্জির লোকেরা লুঠ করে চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছে। তার তথ্যপ্রমাণও আমি দিয়েছি’।