পেশায় ক্লার্ক তৃণমূল নেতার বিপুল সম্পত্তি! টাকার উৎস কী? খতিয়ান তুলে ধরে আক্রমণ তরুণজ্যোতির

বাংলা হান্ট ডেস্কঃ যুব তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দক্ষিণ কলকাতার জেলা সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় (Sarthak Banerjee)। পেশায় হেড ক্লার্ক। এবার তাঁর ও তাঁর পরিবারের সম্পত্তি নিয়েই একগুচ্ছ প্রশ্ন তুললেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। ইতিমধ্যেই তাঁর এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান তুলে প্রশ্ন তরুণজ্যোতির (Tarunjyoti Tewari)

সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন বিজেপি নেতা। সেখানে সার্থক, তাঁর ভাই এবং মায়ের সম্পত্তির খতিয়ান তুলে ধরেন তিনি। সেই সঙ্গেই বেশ কিছু প্রশ্ন করেন। ক্যাপশনে লেখা, ‘কিছু মানুষের সম্পত্তি নিয়ে প্রশ্ন করা ভীষণ জরুরি। অফিশিয়াল প্রপার্টি রেকর্ড অনুযায়ী, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণায় সার্থক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের একাধিক সম্পত্তি রয়েছে। তার মধ্যে মূল্যবান অ্যাপার্টমেন্ট, গ্যারেজও আছে’।

তরুণজ্যোতির (Tarunjyoti Tewari) দাবি, সার্থকের নামে যাদবপুরের বুকে ৮১৮ স্কোয়্যার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে। সার্থকের ভাই সম্রাট বন্দ্যোপাধ্যায়ের নামেও যাদবপুরে একটি অ্যাপার্টমেন্ট এবং গ্যারেজ আছে। অন্যদিকে সার্থকের মা কাকলি বন্দ্যোপাধ্যায়ের নামে তিনটি সম্পত্তি রয়েছে বলে দাবি বিজেপি নেতার। এর মধ্যে আমতলা, বিষ্ণুপুরে দু’টি অ্যাপার্টমেন্ট এবং যাদবপুরে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বলে দাবি করেন তিনি। নিজের পোস্টে প্রত্যেকটি সম্পত্তির ডিড নম্বরও তুলে ধরেছেন তরুণজ্যোতি।

আরও পড়ুনঃ আত্মহত্যা নয়! ট্যাংরার মহিলাদের ঘুমন্ত অবস্থায় খুন? ময়নাতদন্তের রিপোর্টে ‘ফাঁস’ হাড়হিম করা তথ্য

বিজেপি (BJP) নেতা লিখেছেন, ‘২০২০ ও ২০২১ সালের মধ্যে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণার মধ্যে সার্থক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার একাধিক সম্পত্তি কিনেছে। এর মধ্যে অ্যাপার্টমেন্ট, গ্যারেজ, ল্যান্ড পার্সেল সব রয়েছে। এখান থেকেই বেশ কিছু জরুরি প্রশ্ন মাথাচাড়া দেয়, যা সাধারণ মানুষের জানা উচিত’।

Tarunjyoti Tewari

এরপরেই নিজের পোস্টে বেশ কয়েকটি প্রশ্ন করেন তরুণজ্যোতি। এত কম সময়ের মধ্যে কীভাবে এতগুলি সম্পত্তি কিনলেন সার্থক এবং তাঁর পরিবার? আয়ের উৎস কী? সার্থকদের সম্পূর্ণ পারিবারিক আয় কত যে তাঁরা এতগুলি রিয়েল এস্টেটে বিনিয়োগ করলেন? ব্যক্তিগত সেভিং, লোন নাকি অন্য কোনও উপায়? কীভাবে এই সম্পত্তিগুলি কেনা হয়েছে? এর নেপথ্যে কী কোনও রাজনৈতিক যোগ রয়েছে? এই লেনদেনের ক্ষেত্রে যথাযথ ট্যাক্স এবং লিগ্যাল ফরম্যালিটি মানা হয়েছে? এমন একগুচ্ছ প্রশ্ন করেছেন বিজেপি নেতা।

তরুণজ্যোতি (Tarunjyoti Tewari) সবশেষে লিখেছেন, ‘এই ধরণের উল্লেখযোগ্য সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে যে কোনও দায়িত্বশীল নাগরিক এই ধরণের ন্যায্য এবং যুক্তিসঙ্গত প্রশ্ন করবেন। জনগণের আস্থার চাবিকাঠি হল স্বচ্ছতা। তৃণমূল কংগ্রেসের থেকে উত্তরের অপেক্ষায় রইলাম। একজন হেড ক্লার্ক (এখন নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছি না, পরে তুলব) কীভাবে এমন প্রাইম লোকেশনে এমন মূল্যবান সম্পত্তি কেনার সামর্থ্য রাখেন?’

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর