হালিশহরে বিজেপি নেতার বাড়িতে হামলা, মারধর করা হল বৃদ্ধা মাকেও

বাংলাহান্ট ডেস্কঃ ষষ্ঠ দফার ভোট (6th Phase WB Assembly Poll) গ্রহণের দিনও অব্যহত রাজনৈতিক হিংসা। আজ রাজ্যের চার জেলায় মোট ৪৩টি আসনে ভোটগমগ্রহণ হচ্ছে। সেখান থেকে উঠে আসছে একেরপর এক রাজনৈতিক সংঘাতের খবর। এদিন সাতসকালে হালিশহরের বীজপুর হয়ে ওঠে উত্তপ্ত। সেখানে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি তাঁর বৃদ্ধা মাকেও মারধর করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, হালিশহর (Halisahar) পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিতাই রায় ভোট দিতে গেলে সেই সময় তাঁর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই হামলায় বাধাঁ দিতে গেলে তাঁর বৃদ্ধা মাকে মারধর করা হয় বলে জানা গিয়েছে। নিতাই রায় বিজেপির (BJP) মন্ডল সভাপতি। তাঁর বাড়িতে এহেন হামলার জন্য তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শাসকদল তৃণমূলকে। এমনকি তাঁর দাদা ভোট দিয়ে বাড়ি ফিরে এসে দুষ্কৃতীদের আটকাতে গেলে তাঁর উপরও চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন তিনি।

West Bengal Election 2021: বীজপুরে BJP কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বৃদ্ধা মা | News - Daily News India | Latest News, Breaking News, India, Entertainment ...

বিজেপির মণ্ডল সভাপতির পরিবারের অভিযোগ, দুরুমুশ দিয়ে মারা হয় তাঁদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এমনকি সেখানে হাজির হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরাও (Central Force)। ঘটনা ঘিরে তুমুল উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। পরিস নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ শুরু করেছে পুলিশ। পাশাপাশি গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে পুলিশের তরফে। তবে গেরুয়া শিবিরের তরফে শাসকদল তৃণমূলের (TMC)  দিকে অভিযোগের আঙুল উঠলেও পুলিশের তরফে নিশ্চিত করে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি।

উল্টোদিকে এই একই জায়গায় তৃণমূল কংগ্রেসের এক কর্মী মাধব দাসকে এলোপাতাড়ি ছুরির কোপ মারা হয়েছে বলে অভিযোগ শাসকদলের। এই ঘটনায় তৃণমূলের নিশনায় বিজেপি। শাসকদলের আরও অভিযোগ বিজেপি ভোটারদের হুমকি দিচ্ছে। এই দুটি ঘটনায় এলাকায় তুমুল আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্পর্কিত খবর