এই ধরণের মেয়েদের মৃতদেহ ক্ষেত থেকেই উদ্ধার হয়! হাথরস কাণ্ড নিয়ে বিজেপি নেতার বিতর্কিত বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ হাথরস কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ, আর এরই মধ্যে উত্তর প্রদেশের এক বিজেপি নেতার বিতর্কিত বয়ান সামনে এসেছে। উত্তরপ্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব বিতর্কিত মন্তব্য করে বলেন, এই ধরণের মেয়েদের মৃতদেহ ক্ষেত থেকেই উদ্ধার হয়। ওনার এই বয়ানের ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে নিন্দার ঝড় বইছে।

ভাইরাল ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে যে, নির্যাতিতার সাথে অভিযুক্তের সম্পর্ক ছিল। আর নির্যাতিতাই অভিযুক্তকে ক্ষেতে ডেকে পাঠিয়েছিল। বিজেপি নেতা বলেন, ‘দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এই কারণেই তরুণী অভিযুক্তকে ক্ষেতে ডেকেছিল। আর সেখান থেকেই এই দুর্ঘটনা।” বিজেপির নেতার এই বয়ানের পর চারিদিকে নিন্দার ঝড় বইছে।

আরেকদিকে, হাথরস মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নতুন রিপোর্ট অনুযায়ী, এই কাণ্ডে জাতীয় দাঙ্গা ছড়ানোর জন্য পপুলার ফ্রন্ট ইন্ডিয়ার (popular front of india) কাছে মরিশাস (mauritius) থেকে ৫০ কোটি টাকা পাঠানো হয়েছে। এই রিপোর্ট সামনে এনেছে ED। তদন্তকারী সংস্থা দাবি করেছে যে, গোটা মামলায় ১০০ কোটি টাকার বেশি ফান্ডিং হয়েছে।

উল্লেখ্য, হাথরসর মামলায় দাঙ্গার ষড়যন্ত্র কষার অভিযোগে মথুরা থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। চারজনই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সাথে যুক্ত বলে জানা গিয়েছে। পুলিশ তাঁদের কাছ থেকে উস্কানিমূলক লিফলেট উদ্ধার করেছে। এর আগে উত্তর প্রদেশ পুলিশ একটি ওয়েবসাইটের মাধ্যে দাঙ্গা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছিল।

হাথরসের নির্যাতিতাকে ন্যায় পাইয়ে দেওয়ার নামে ওই ওয়েবসাইটে অনেক আপত্তিজনক কথা বলা হয়েছিল। হাথরসে হিংসার ষড়যন্ত্র করার ছক সামনে আসার পরেই ED মামলা দায়ের করে নেয়। ED এর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, উত্তর প্রদশে জাতীয় হিংসা ছড়ানোর জন্য ১০০ কোটি টাকারও বেশি ফান্ডিং হয়েছে।

উত্তর প্রদেশ সরকার অনুযায়ী, রাজ্যে দাঙ্গা ছড়িয়ে গোটা বিশ্বে নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথকে বদনাম করাই ছিল প্রধান উদ্দেশ্য। সিএএ এর ধাঁচে উত্তর প্রদেশের বাইরেও হিংসা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর