বাংলা হান্ট ডেস্কঃ আজ একই দিনে দুই দলেনেতার সভা বঙ্গের মাটিতে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বাড়ির কাছেই কাঁথিতে (Kanthi) বিশাল জনসভার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), অন্যদিকে হাইকোর্টের নির্দেশে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) সভা করার অনুমতি পেয়েছে বিজেপি। আজ সেই সভায় বক্তব্য রাখবেন শিশির পুত্র তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এসবের মধ্যেই বিরোধী শিবিরের অভিযোগ রাজ্য পুলিশকে দিয়ে নাকি শুভেন্দুর সভামঞ্চই খুলে নেওয়া হচ্ছে!
ডেকোরেটার্সদের শাসানি দিয়ে ভয় দেখিয়ে খুলে ফেলা হচ্ছে বিরোধী দলনেতার সভামঞ্চ? এমনকী, সভায় যে চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল সেগুলিও নাকি সরিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ! ঠিক এই অভিযোগের তীর ছোঁড়া হচ্ছে রাজ্যের শাসকদলের দিকে। শুধু মঞ্চ খোলাই নয় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগও করেছে বিজেপি। সভা ভণ্ডুলের সবরকম চেষ্টা করছে শাসক দল! অভিযোগে সরব বিজেপি।
এদিন বিজেপির তরফে একটি টুইট করে অভিযোগ করা হয়, ডায়মন্ড হারবারে বিজেপির সভাকে বানচাল করতে গুন্ডাবাহিনী পাঠিয়ে মঞ্চ খুলে ফেলছে। এটাই পিসি ভাইপোর বাংলা! কোথায় গণতন্ত্র? হিটলারি শাসন চলছে বাংলায়। সেই সঙ্গে একটি ভিডিও জুড়ে দিয়েছে বিরোধী শিবির ।
তবে থেমে থাকেনি শাসক দলও। টুইটের পাল্টা জবাব দিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, ‘তৃণমূল কী করবে? মঞ্চ বাধার দায়িত্বপ্রাপ্তরা যদি ওদের মঞ্চ করতে না চায়, তাদের ব্যাপার। কোনও বাহিনী তৃণমূল পাঠায়নি। নিজেদের সমস্যা আর ব্যর্থতা তৃণমূলের কাঁধে বন্দুক রেখে ঢাকা যায় না। নাটকের সীমা থাকা উচিত।’
দুই দলনেতারই সভা শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি। তবে সভা শুরুর আগেই সরগরম রাজ্য- রাজনীতি। অভিযোগ,পাল্টা-অভিযোগে এককথায় প্রচন্ড বেগে উত্তাপ চড়ছে পারদে।