’১৫ অক্টোবর…’! দুর্গাপুজোর কার্নিভালের দিনই বিরাট ‘কর্মসূচি’? হাইকোর্টে ছুটলেন BJP বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর দুর্গাপুজো কার্নিভালের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতা তো বটেই, বাংলার নানান জেলাতেও এই কার্নিভাল হয়। চলতি বছরও এর অন্যথা হবে না। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দিনক্ষণ। এবার সেদিনই তিলোত্তমায় মোমবাতি মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

  • মোমবাতি মিছিল করতে চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) বিজেপি বিধায়ক!

আগামী ১৫ অক্টোবর রাজ্যে দুর্গাপুজো কার্নিভাল হওয়ার কথা। সেদিনই কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং অবধি মোমবাতি মিছিল করতে চান ময়নার বিধায়ক দিন্দা (Ashok Dinda)। তিনি বলেন, এই নিয়ে পুলিশের কাছে আবেদন করলেও অনুমতি পাওয়া যায়নি। তাই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। উচ্চ আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি।

এদিন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন দিন্দা। উচ্চ আদালত সূত্রে জানা যাচ্ছে, আগামীকালই এই মামলার শুনানি হতে পারে। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুনঃ মমতার ভাই অতীত! বাবুনের জায়গায় হকি বেঙ্গলের নয়া সভাপতি এই ‘হেভিওয়েট’! ঘোষণা হতেই তোলপাড়

আরজি কর কাণ্ডের আবহে রাজ্যে একাধিক মিছিল বেরিয়েছে। কখনও রাজনৈতিক দল, কখনও আবার সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে। এর আগে যেমন জুনিয়র ডাক্তাররা এবং সিপিএম কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা অবধি মিছিল করতে চেয়েছিল। তবে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে অনুমতি মেলেনি। এরপর তাঁরা সোজা হাইকোর্টের দ্বারস্থ হয়।

ওই মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়েছিল পুলিশ। মিছিলের অনুমতি দেওয়ার পাশাপাশি পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ (Justice Rajarshi Bharadwaj)। তিনি স্পষ্ট জানান, পুলিশ যদি অনুমতি প্রদান না করে, তাহলে আদালত মিছিল করার অনুমতি দেবে।

Calcutta High Court

এরপরেই অবশ্য পুলিশের তরফ থেকে মিছিলের অনুমতি দিয়ে দেওয়া হয়। জানানো হয়, ধর্মতলার কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস অবধি ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা আছে। বাকি জায়গায় মিছিল করতে অসুবিধা নেই।

এবার দুর্গাপুজোর কার্নিভালের দিন শহরে মোমবাতি মিছিল করতে চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ময়নার বিজেপি বিধায়ক। আগামীকাল জাস্টিস ভরদ্বাজের বেঞ্চেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলায় আদালত কী নির্দেশ দেয় সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর