জল্পনার অবসান, অবশেষে তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে জল্পনার অবসান। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। ওনার সঙ্গে তৃণমূলে যোগ দেন একজন প্রাক্তন কাউন্সিলর এবং একজন কর্মাধ্যক্ষ। বাংলা হান্ট সকালেই আপনাদের জানিয়েছিল যে, আজ একজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেবেন। সেই বিধায়কের নামও বলে দিয়েছিলাম আমরা। আর সেই খবরেই এবার শিলমোহর পড়ল।

উল্লেখ্য, গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। গতকাল তন্ময়বাবুকে তৃণমূলে যোগ দেওয়া করিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে, আরও কয়েকজন বিধায়ক তৃণমূলে যোগ দেবেন। ওনার সেই কথার ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বজিৎবাবু আজ তৃণমূলে যোগ দেন।

তৃণমূলে যোগ দিয়ে বিশ্বজিৎবাবু বলেন, ভুল বশত একটা পরিবর্তন হয়েছিল যেটা হওয়ার দরকার ছিল না। তবে এখন আমি আমার ভুল শুধরে নিয়ে আজ তৃণমূলে যোগ দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাকে।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে বিশ্বজিৎ দাস আজ তৃণমূলে যোগ দিলেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর