উড়িয়েছিলেন সব নিষেধাজ্ঞা! এখন কী বাবা অর্জুন তার ডাকে সাড়া দিচ্ছে? সব ফাঁস করলেন ছেলে পবন

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি দিয়েছিল, তবে টিকিট দেয়নি তৃণমূল। রবিবার ব্রিগেড থেকে আসন্ন লোকসভা নির্বাচনের তাক লাগানো প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool)। তবে সেই তালিকায় নাম নেই অর্জুন সিং (Arjun Singh) এর মতো হেভিওয়েটের। লোকসভার (Loksabha Vote) টিকিট না মিলতেই চরম ক্ষুব্ধ অর্জুন। গতকাল তৃণমূলে ফেরাই সিদ্ধান্ত ভুল ছিল এই গোসনা করে সাংবাদিকদের সামনে ব্যারাকপুরের সাংসদ বলেন, ‘আমার ছেলে এই বিষয়ে আগেই বলেছিল, তোমাকে তৃণমূল টিকিট দেবে না। তোমায় এরা অসম্মান করছে। এটা শুধুমাত্র ওদের প্ল্যান। ছেলের কথাই ঠিক হল। ওর কাছেই আমাকে রাজনীতি শিখতে হল।’

এদিকে সদ্য বাবাকে নিয়ে মুখ খুলেছে অর্জুন পুত্র পবনও (BJP MLA Pawan Singh)। মঙ্গলবার জগদ্দলের মেঘনা মোড়ের কাছে বিখ্যাত মজদুর ভবনের অন্দরের কথা প্রকাশ্যে আনেন পবন সিং। বাবার তৃণমূলে ফিরে যাওয়া যে তিনি কখনও সমর্থন করেননি নিজের কথায় সেটাই বুঝিয়ে দিলেন পবন। বিজেপি সাংসদ হয়েও দল ছেড়ে তৃণমূলে ফেরার সময়ে বাবাকে নিষেধও করেছিলেন তিনি। তবে অর্জুন শোনেননি। তেমনই বাবাও তাকে তৃণমূলে ফিরে যাওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন, সেকথাও রাখেননি পবন।

এদিন সংবাদমাধ্যমকে পবন বলেন, ‘‘বাবা যখন তৃণমূলে যেতে চাইলেন তখন আমি অনেক বার তাকে বারণ করেছিলাম। বলেছিলাম, ৩৫ বছর ওই দল আপনাকে কী দিয়েছে? আপনি যাবেন না। কিন্তু বাবা আমার কথা শোনেননি।’’ তাকেও তৃণমূলে নিয়ে যেতে চেয়েছিলেন অর্জুন। কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন বলেও জানান।

রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। সেখানেই ছিলেন অর্জুন। পরে নিজের নাম না থাকায় মঞ্চ থেকে নামার পরই তিনি ক্ষোভ উগরে দিতে থাকেন। একেবারে বিদ্রোহী মেজাজে ধরা দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh)। ‘তৃণমূল টিকিট দেবে বলে এনেছিল। পাবনা জানলে ফিরতামই না।’ গোসাঁ করে এমন মন্তব্যও শোনা গিয়েছে অর্জুনের গলায়।

arjun singh

আরও পড়ুন: চিনের দাদাগিরি শেষ করবেন গৌতম আদানি! করছেন বড় চুক্তি, দামামা বাজবে ভারতের

এর পর দিন আরও এক ধাপ এগিয়ে মঙ্গলের সকালে অর্জুনের দফতর থেকে সরে মমতা, অভিষেকের ছবি। তার বদলে বসে প্রধানমন্ত্রীর ছবি। লোকসভার পাকা টিকিট তাকে দেবে দল। এমনটাই আশা ছিল অর্জুনের। তবে টিকিট না দেওয়ায় প্রথমে হতাশ আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের অর্জুন। বিক্ষোভ দেখাতে শুরু করেছে তার অনুগামীরাও। অর্জুন ফের বিজেপিতে ফিরে যেতে পারেন বলেও জল্পনা শুরু
হয়।

এদিকে রবিবারই এক সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, ‘অর্জুন সিং-কে কোনো দিনই ওরা বিশ্বাস করেনা আমরা জানি। তিনি যে এই দুবছর গেছেন, ব্যারাকপুরের বিজেপি কর্মীদের কখনও উত্তপ্ত বা আক্রমণ করেননি। তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং, কখনও বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো।’

শুভেন্দু বলেন, ‘আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গেও ছিল। তিনি কী করবেন আমি জানি না। আমাদের রাষ্ট্র নেতারা কী করবেন আমি জানি না।’ অর্জুন সিং ফের পদ্ম শিবিরে ফিরবেন কি না, ফিরতে চাইলেও বিজেপি তাকে গ্রহণ করবে কি না, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কোনো মন্তব্য করতে চান নি শুভেন্দু।

ওদিকে বাবার বিজেপি যোগের জল্পনা নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও পবন বলেন, বাবা বিজেপিতে ফিরতে পারেন জল্পনায় তিনি খুশি। পাশাপাশি পবন বলেন, ‘‘বাবা দলে ফিরবেন কী না, সেটা আমি বলতে পারব না। বাবাই বলতে পারবেন। তবে ব্যারাকপুরে বাবা প্রার্থী হলে অবশ্যই জিতবেন। এখানকার মানুষ ওনাকে খুব ভালবাসেন।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর