বাংলা হান্ট ডেস্কঃ অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন। এই ঘিরে বর্তমানে ‘সৈকত শহরে’ সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুধবার দিঘায় থাকবেন। রবিবারই সেখানে পৌঁছে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্যের একাধিক মন্ত্রী। এই আবহে জগন্নাথ মন্দির নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল কংগ্রেস চাইলেও দিঘার বুকে পুরীর জগন্নাথ ধামের বিকল্প করতে পারবে না, দাবি করেন তিনি।
জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই ফের বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)!
এদিন একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। শুভেন্দু বলেন, ‘সরকারি টাকায় মন্দির তৈরি করা যায় না। অফিশিয়ালি সব নথিতে লেখা রয়েছে কালচারাল সেন্টার। আমন্ত্রণপত্রে জগন্নাথ ধাম লেখা রয়েছে। প্রভু জগন্নাথও বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না। তৃণমূল কংগ্রেস চাইলেও দিঘায় পুরী ধামের বিকল্প করতে পারবে না’।
এখানেই না থেমে বিজেপি বিধায়ক আরও বলেন, ‘পুরীর মন্দিরে সনাতনী বাদে বাকিদের প্রবেশ নিষিদ্ধ। বুধবার যদি হিন্দু বাদে অন্য কেউ জগন্নাথ মন্দিরে প্রবেশ করে, আমি তার ছবি চিহ্নিত করে সমাজমাধ্যমে ছাড়ব’।
আরও পড়ুনঃ ‘সার্জিক্যাল স্ট্রাইক নয়, এটা শিক্ষা দেওয়ার সময়’, ‘PoK পুনরুদ্ধারের সময় এসে গেছে’, হুঙ্কার অভিষেকের
জানা যাচ্ছে, শুভেন্দু এদিন বলেন, রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে শুধুমাত্র ‘জগন্নাথ ধাম’ লেখা রয়েছে। তিনি রাজ্যের কাছে ‘জগন্নাথ ধাম মন্দির’ লিখে আমন্ত্রণ পাঠানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলে খবর।
উল্লেখ্য, আগামী বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। বর্তমানে এই নিয়ে তোরজোড় তুঙ্গে। সেদিনই আবার কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে একটি সভা করতে চান শুভেন্দু (Suvendu Adhikari)। পুলিশি অনুমতি না মেলায় ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। উচ্চ আদালতের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয় সেটাই দেখার।