‘অদক্ষ পুলিশ মন্ত্রী’! পাথরপ্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ! মমতাকে ঝাঁঝালো আক্রমণ শুভেন্দুর

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা (Pathar Pratima Blast)। প্রাণঘাতী এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা নিবাসী বণিক পরিবারের আট জন সদস্যের। এবার এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একহাত নিলেন রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘অদক্ষ পুলিশ মন্ত্রী’ বলে তোপ দাগলেন তিনি।

পাথরপ্রতিমাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)!

সোমবার গভীর রাতে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) পাথরপ্রতিমার বেশ কিছু ভিডিও শেয়ার করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ক্যাপশনে লেখেন, ‘৭ ফেব্রুয়ারি ২০২৫-এ কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ৪ জনের মৃত্যুর ঘটনার ২ মাসেরও কম সময়ের মধ্যেই আরও একটি বিস্ফোরণের ঘটনা। ভূপতিনগর, বজবজ, এগরা, কল্যাণী… তালিকাটা দিন দিন লম্বা হচ্ছে। রাজ্যের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আগে আরও কত দুর্ঘটনা ঘটবে?’


শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেন, মঙ্গলবারই হয়তো নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। বিরোধী দলনেতা লেখেন, ‘মানুষ আজকের এই ঘটনা ভুলে যাবে যতক্ষণ না পরবর্তী দুর্ঘটনা ঘটছে। কেন বারবার বাংলায় এই একই ধরণের ঘটনা ঘটেছে, সেটার কোনও উত্তর পুলিশ প্রশাসনের কাছে নেই। বারবার একই ঘটনার জন্য অদক্ষ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী’।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই বড়সড় স্বস্তি! লাফিয়ে কমল LPG সিলিন্ডারের দাম! কলকাতায় রেট কত?

শুভেন্দুর পাশাপাশি পাথরপ্রতিমায় বিস্ফোরণের ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন রাজ্য বিজেপির আরও একাধিক নেতা। ‘তৃণমূল সরকারের মদতে অবৈধ বোমা কারখানাগুলির এত রমরমা কেন?’ প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অন্যদিকে এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি (BJP) নেতা দাবি করেন, ‘ভোট আসছে। ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে সরকার। সেই জন্যই বাজির নামে বোমার কারখানা চালাচ্ছে’।

suvendu adhikari

পাথরপ্রতিমায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন চার শিশু সহ বণিক পরিবারের আট জন সদস্য। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। অন্যদিকে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন দিলীপ। ইতিমধ্যেই পর্যাপ্ত তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X