লরি ও ডাম্পার লাগিয়ে অবৈধভাবে বালি তোলাচ্ছেন কোতুলপুরের বিধায়ক! বিস্ফোরক সৌমিত্র

বাংলা হান্ট ডেস্ক: আগেও একাধিকবার অবৈধ বালির কারবারের (Sand Scam) অভিযোগ সামনে এনেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এবার ফের সেই ইস্যুতে সরব বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক (BJP)। বুধবার ফেসবুকে বিস্ফোরক অভিযোগ তুললেন সৌমিত্র। পোস্ট করেছেন এক ছবিও। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

এদিন ফেসবুকে একটি ছবি প্রকাশ করে সৌমিত্র লিখেছেন, ‘অবৈধ বালি কারবার কোতুলপুর বিধানসভার লাউগ্রাম অঞ্চলে। কোতুলপুরের বিধায়ক সাহেব যিনি মানুষের জন্য বিজেপি থেকে কাজ করতে পারছিলেন না বলছিলেন, উনি দেখুন কত সুন্দর ইন্দাস ও কোতুলপুর এর মানুষের জন্য কাজ করছেন।’

   

গেরুয়া সাংসদের আরও লেখেন, ‘এখন গরীব মানুষ ঘর করতে বালি পাচ্ছে না। আর উনি বালি খাদানে প্রতিদিন কত লরি ও ডাম্পার লাগিয়ে বালি তুলছে এবং পয়সা রোজগার করছে আপনারা নিজে চোখে তা দেখুন।’

কোতুলপুরের বিধায়ককে কটাক্ষ করে সৌমিত্র লেখেন, ‘এই সকল কাজ উনি বিজেপি থেকে করতে পারছিলেন না বলেই তৃণমূলে চলে গেছেন। চালিয়ে যাও।’ প্রসঙ্গত, গত অক্টোবর মাসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। মনে করা হচ্ছে এদিন সেই দলবদলু বিধায়ককে আক্রমণ করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৌমিত্রবাবু।

আরও পড়ুন: CID-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! প্রধানমন্ত্রীকে চিঠি বিচারপতি সিনহার স্বামীর, শোরগোল

তবে এই প্রথম নয়, পূর্বেও বহুবার এই ইস্যুতে আওয়াজ তুলেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। গত মাসেই ফেসবুকে রীতিমতো প্রমাণ দিয়ে সৌমিত্র লিখেছিলেন, ‘কোনও কিছুকে তোয়াক্কা না করে বড়জোড়া বিধানসভার পখন্নার গোপালপুর ঘাটে কীভাবে জেসিপি লাগিয়ে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। অথচ গরিব মানুষদের বাড়ি তৈরি করার জন্য বালি চড়া দামে কিনতে হচ্ছে।’

soumitra

তার আগে ফেসবুক লাইভ করেও অবৈধ বালির কারবারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ। আর এবার ফের ছবি পোস্ট করে বিস্ফোরণ ঘটালেন নেতা। এদিন বিজেপি সংসদের প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, ট্রাকে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই বালি তোলা হচ্ছে অবৈধভাবে এমনটাই দাবি সাংসদের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর