বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ‘অপদার্থতার প্রতিযোগিতা হলে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন মমতা বন্দ্যোপাধ্যায়’, মন্তব্য করলেন বালুঘাটের সাংসদ।
মমতাকে (Mamata Banerjee) কেন নিশানা করলেন সুকান্ত?
লালবাজার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সম্প্রতি অবৈধ অস্ত্রের কারবারের হদিশ মিলেছে। ক্যানিংয়ের জীবনতলা থেকে ঝুড়ি ঝুড়ি কার্তুজ উদ্ধারের ঘটনায় লালবাজার থেকে ১০০ মিটার দূরত্বে অবস্থিত একটি বৈধ অস্ত্রের দোকানের নাম জড়িয়েছে। অভিযোগ উঠেছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে ওই দোকানে পরীক্ষার জন্য যে কার্তুজ পাঠানো হতো, সেগুলোই ঘুরপথে দুষ্কৃতীদের হাতে চলে যেত। এবার এই নিয়েই মমতাকে আক্রমণ শানালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি।
সুকান্ত (Sukanta Majumdar) বলেন, ‘লালবাজারে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা বসেন। তার পরেও তাঁদের নাকের ডগায় অবৈধ অস্ত্রের কারবার চলে তাহলে প্রথম প্রশ্ন যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ও পুলিশমন্ত্রী কতখানি অপদার্থ। অপদার্থতার প্রতিযোগিতা হলে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অপদার্থ ডিজি, তিনিও গোল্ড মেডেল পেতেন। আমাদের এই বিষয়ে কোনও সন্দেহ নেই’।
আরও পড়ুনঃ ফের শিরোনামে শেখ শাহজাহান! হাইকোর্টে দায়ের হল মামলা, আজই চূড়ান্ত ফয়সলা?
এদিকে জানা যাচ্ছে, জীবনতলা থেকে বেঙ্গল পুলিশের এসটিএফ এই রকম ১৯০টি কার্তুজ উদ্ধার করেছে। সেই সঙ্গেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপর শনিবার বিকেলে অস্ত্রের দোকানে হানা দেয় এসটিএফ। তখনই জানা যায় চাঞ্চল্যকর তথ্য!
জানা যাচ্ছে, লালবাজার থেকে ১০০ মিটার দূরত্বে অবস্থিত ওই বৈধ অস্ত্রের দোকানের গুলির স্টক এবং রেজিস্টারের হিসেবে গরমিল পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তদন্তকারীরা রেজিস্টার বাজেয়াপ্ত করেছেন। এরপর এই তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। এদিকে এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ শানালেন সুকান্ত মজুমদার।