বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজ্যের তথ্য প্রযুক্তিতে জোড়া বিনিয়োগ আসার ঘোষণা কে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রাহুল বলেন ‘মুখ্যমন্ত্রী যে কোনো মিথ্যে ঘটনাকে সত্যি করতে যে সিদ্ধহস্ত, তা রাজ্যবাসী জেনে গেছে।’
বৃহস্পতিবার নজরুল মঞ্চে হওয়া একটি অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘উইপ্রো আবার আসছে বাংলায়, ১০০০০ ছেলে মেয়ে চাকরি পাবে ৫০ একর জমি তারা নিচ্ছে, তারা ইতিমধ্যেই এর সম্মতি জানিয়েছে। আমার আইটি ইন্ডাস্ট্রি কে অনেক শুভেচ্ছা, আগামী দিনে অনেক সুবিধা পেতে চলেছি আমারা।’
শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, উইপ্রোর পাশাপাশি মাইক্রোসফটও বাংলার মাটিতে পা রাখতে চলেছে। রাজ্যের তাঁত শিল্পীদের স্বনির্ভর করে গড়ে তুলতে প্রজেক্ট সঙ্গম ও ও প্রজেক্ট রিউইভ নামে দুটি প্রকল্প করছে মাইক্রোসফট। তাতে উপকৃত হবে বাংলার ৬ লক্ষ তাঁত শিল্পী। তাদের আয় বাড়বে ২৫ শতাংশ। এই প্রকল্প প্রথম চালু হবে নদীয়ায়।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনা এ ব্যাপারে বলেন, ‘উইপ্রোর জাল বিস্তার করে আর তাদেরকে ধরা যাবে না। কি করে একটা মিথ্যাকে সত্যের আকার ধারণ করানো যায়, এই ব্যাপারে মমতা ব্যানার্জি যে সিদ্ধহস্ত সেটা বাংলার ঘরে ঘরে প্রতিটা মানুষ বুঝে গেছে। এক একটা শিল্প মেলায় যত গল্প তিনি শুনিয়েছেন কোনটারই ধারকাছ দিয়ে সরকার যেতে পারেনি।’