এই পাঁচ কারণেই ঘুরে যায় ‘খেলা’! ভোটে কেন মুখ থুবড়ে পড়ল BJP? বৈঠকে ‘ফাঁস’ বিস্ফোরক তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি (BJP)। নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাঁর দল। সরকার গড়ার জন্য ভরসা করতে হয়েছে NDA জোটের শরিক দলগুলির ওপর। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর প্রদেশ, দেশের অধিকাংশ রাজ্যেই বিরোধীদের কাছে ঝটকা খেয়েছে পদ্ম শিবির। কেন এমন ফলাফল হল? এবার চিন্তন বৈঠকে উঠে এল পাঁচটি কারণ।

এই পাঁচ কারণেই চব্বিশে ভরাডুবি বিজেপির (BJP)!

রবিবার লখনউয়ে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের একটি বৈঠক আয়োজিত হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্র যোগী আদিত্যনাথ, উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক সহ পদ্ম শিবিরের একাধিক হেভিওয়েট নেতা। সেই বৈঠকেই ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) উত্তর প্রদেশে গেরুয়া শিবিরের অবাক করা পারফরম্যান্সের পাঁচটি কারণ উঠে এসেছে বলে খবর।

এবারের লোকসভা ভোটে উত্তর প্রদেশে ৩৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি (BJP) এবং তাদের শরিক দল। অন্যদিকে ইন্ডিয়া জোটের কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বাজিমাত করেছে ৪৩টি আসনে। বিজেপির ‘গড়’ হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে বুকে এমন ‘রেজাল্ট’ দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এবার এর কারণ হিসেবে উঠে এল বিদেশি ষড়যন্ত্র, অতিরিক্ত আত্মবিশ্বাস, দলীয় কর্মীদের গুরুত্ব না দেওয়া, ভোটের ‘শিফটিং’, সংবিধান নিয়ে বিরোধীদের রটনা- এই পাঁচ কারণ। এই কারণগুলির জন্যই উত্তর প্রদেশের (Uttar Pradesh) বুকে বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘দু সপ্তাহের মধ্যে..,’ SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, শুধু ইউপি-ই নয়, এবারের নির্বাচনে বাংলাতেও জোর ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছিল বিজেপি (BJP)। তবে এবার মাত্র ১২টি কেন্দ্রে পদ্ম ফুটেছে। ২৯ আসনে রাজ্যের শাসক দল তৃণমূল এবং ১টি আসনে জিতেছে কংগ্রেস।

BJP meeting Lucknow

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, এবারের ভোটে পশ্চিমবঙ্গ বিজেপির ‘বেস্ট পারফর্মিং স্টেট’ হতে চলেছে। সেই রাজ্যেই পদ্ম শিবিরের এমন ফলাফল দেখে অবাক হয়েছিলেন অনেকেই। লোকসভা ভোটের পর সদ্য সমাপ্ত চার আসনের বিধানসভা উপনির্বাচনেও জোর ধাক্কা খেয়ে গেরুয়া শিবির। চারটি আসনের মধ্যে একটিতেও জয়ী হতে পারেনি তারা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর