বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। নির্যাতিতার বিচারের দাবিতে দিকে দিকে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ। ওদিকে আর জি কর ইস্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই উত্তপ্ত আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
আর জি কর (RG Kar) ইস্যুতে বিস্ফোরক সুকান্ত
আর জি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে ধর্না চালাচ্ছে বিজেপি। রবিবার শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চ থেকে সুকান্ত বলেন, পরিকল্পনামাফিক নিহত চিকিৎসকের দেহের ময়নাতদন্তের রিপোর্টে ফাঁক ফোকড় রাখা হয়েছে। যাতে যে কোনো ভালো আইনজীবী সেগুলোকে ব্যবহার করে দোষীকে নির্দোষ প্রমাণ করে দিতে পারে।
বিজেপির রাজ্য সভাপতির কথায়, ‘কিছুদিন আগে টিভিতে IMAর প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম। যিনি একজন স্বনামধন্য চিকিৎসক। প্রচুর পোস্ট মর্টেমের অভিজ্ঞতা রয়েছে। ভিসেরা রিপোর্ট স্টাডি করেছেন। তিনি সাফ বলেছেন, যে পোস্ট মর্টেম রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে তা যদি সত্যি হয় এই রিপোর্ট এতজন অনারিকে দিয়ে তৈরি করা।’
সুকান্ত বলেন, ‘উনি বলেছেন প্রচুর ভেক টার্ম এর মধ্যে রাখা হয়েছে। যদি একজন ভালো উকিলের হাতে পড়ে যে কোনও মুহূর্তে সেই শব্দগুলোকে বাইপাস করে চলে যাবেন।’ এখানেই সুকান্তর দাবি, সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের একজন মাথা যদি একথা বলে তাহলে গোটা বিষয়টা পরিষ্কার। পরিষ্কার যে এটা পুরো বুদ্ধি করে পরিকল্পনা করে করা।
আরও পড়ুন: বাস কমায় বাড়ছে ভোগান্তি! ‘ফিট’ বাসের ‘আয়ু’ বাড়ানো হোক, হাইকোর্টে যাচ্ছে পরিবহণ দপ্তর
বিজেপি সাংসদ আরও বলে, ‘কার বুদ্ধিতে এই কাজ হয়েছে সেটা ধরতে হবে।’ এই ইস্যুতে মমতাকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি সুকান্ত। তিনি বলেন, ‘এর পেছনে কার বুদ্ধি রয়েছে তা জানতে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যসচিব নিগম সাহেব, বিনীত গোয়েল অ্যান্ড কোম্পানি, আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার এদের সকলের ফোনের তদন্ত হওয়া উচিত।’