এবার জেলে যাবেন অভিষেক? কী করেছেন তৃণমূল প্রার্থী? দাবি ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মাঝেই সন্দেশখালির একের পর এক স্টিং ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। সবার প্রথম সন্দেশখালির স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও প্রকাশ্যে আনে তৃণমূল। যেখানে গঙ্গাধরকে বলতে শোনা যায় শুভেন্দু অধিকারীর নির্দেশ ও পরামর্শেই গোটা সন্দেশখালির ঘটনা সাজানো হয়েছে। এই ভিডিও সামনে আসতেই বিজেপিকে আক্রমণ শানাতে ময়দানে নামেন মমতা-অভিষেক (Abhishek Banerjee)। এরই মাঝে বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভাইরাল ভিডিও নিয়ে আরেক কাণ্ড। এরই পাল্টা এবার সন্দেশখালির (Sandeshkhali) ‘ভুয়ো’ ভিডিওর নেপথ্যে ভাইপো আর আইপ্যাক রয়েছে বলে দাবি করলেন শুভেন্দু (Suvendu Adhikari)।

গতকাল কালনার বৈদ্যপুরে প্রচার পর্ব সেরে সংবাদমাধ্যমের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সন্দেশখালির ভুয়ো ভিডিওর পেছনে ভাইপো আর আইপ্যাকের হাত রয়েছে। শুভেন্দুর কথায়, ইতিমধ্যেই গঙ্গাধর কয়াল ও রেখা পাত্র হাইকোর্টে গিয়েছেন। এর সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই হলেই আইপ্যাকের ব্রোকার ও ভাইপো জেলে যাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মবিশ্বাসের সাথে বলেন, এবার বাংলায় ক্লিন স্যুইপ হবে। এই বিষয়ে শুভেন্দু বলেন আমরা ৩৫ আসনের টার্গেট ধরে কাজ করছি। মোদীজি চারশোর বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন, বাংলার বড় ভূমিকা থাকবে তাতে। বাংলা থেকে গেরুয়া শিবির ৩৫ আসন পাবে বলেও দাবি করেন শুভেন্দু।

abhishek suvendu

আরও পড়ুন: SSC মামলার মাঝেই বিরাট সুখবর! ৬৬৫২টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য, কাদের খুলছে কপাল?

সম্প্রতি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলেই লক্ষীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এই বিষয়ে পাল্টা শুভেন্দু বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন কথা। রাজ্যে ভাতা বন্ধ করার কোনও প্রশ্নই নেই। মধ্যপ্রদেশে লাডলি বহেন প্রকল্প রয়েছে। অসমে রয়েছে। তেমনই এখানে আমরা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমেতিন হাজার টাকা করে দেব বাংলার মহিলাদের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর