লিপস অ্যান্ড বাউন্স মামলা থেকে নজর ঘোরাতেই নবীন-প্রবীণ দ্বন্দ্ব! অভিষেক সহ তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। শাসক- বিরোধী ভোট প্রস্তুতিতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগু। ওদিকে গত কিছুদিন ধরে তৃণমূলে নবীন-প্রবীণ ইস্যুতে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সম্প্রতি এই বিতর্কে মুখ খুলে ঝাঁজালো মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই থেকে আরও চড়েছে বিতর্কের পারদ।

দিন দুয়েক আগে আবার তৃণমূল সূত্রে খবর মেলে আসন্ন লোকসভা নির্বাচনে নিজেকে কেবলমাত্র ডায়মন্ড হারবারেই (Diamond Harbour Constituency) সীমাবদ্ধ রাখতে চান অভিষেক (Abhishek Banerjee)। যা নিয়ে জল্পনা তুঙ্গে। ওদিকে এই নতুন-পুরোনো ইস্যুতে তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা, প্রবীণ-নবীন একসাথে হাঁটতে হবে। তার কথায়, ‘পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। সবাইকে সাথে নিয়ে চলতে হবে।’ তবে নেত্রীর কথাতেও কিছুই হয়নি। নিত্যদিন তৃণমূলের কেউ না কেউ এই ইস্যুতে মুখ খুলছে, আর বাড়ছে বিতর্ক। আর এবার এই নিয়েই আসরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বুধবার সংবাদমাধ্যমের সামনে এই ইস্যুতে শুভেন্দু বলেন, “এই নবীন-প্রবীণ দ্বন্দ্ব এই পুরোটাই লোক দেখানো। তৃণমূলের সেটিং। রাম মন্দির উদ্বোধন আর সম্প্রতি তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি যে ভালো ফল করেছে সেসব থেকে নজর ঘোরাতেই তৃণমূলের এইসব ড্রামা চলছে।”

আরও পড়ুন: একসঙ্গে দুই ধাক্কা! মহুয়ার আবেদনে সাড়াই দিল না সুপ্রিম কোর্ট, নয়া বছরে অস্বস্তি বাড়ল তৃণমূল নেত্রীর

শুধু তাই নয়, শুভেন্দু আরও বলেন, “ইডি লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির যে সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তার থেকে নজর ঘোরাতেই এই নবীন-প্রবীণ দ্বন্দ্ব চলছে। ” ওদিকে এদিন নিজের ফেসবুক থেকেও কটাক্ষমিশ্রিত পোস্ট করেন শুভেন্দু। লেখেন, ‘তোলামূলের দুই ভাগ, তবে একটি বিষয় পরিষ্কার, তোলামূলের আপাদমস্তক সবাই চোর!!!’

suvendu adhikari panchayat election result

এই লেখার পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। সেই ছবির একদিকে, নবীন দিকে রয়েছে দুর্নীতিকাণ্ডে নাম জড়ানো কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সহদের ছবি। আর অন্য দিকে প্রবীণ দিকে রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকদের ছবি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর